eb-newcoach

ওয়েবডেস্ক: রবিবার সকাল ৮:১৫ মিনিট নাগাদ কলকাতা বিমানবন্দরে পা রাখলেন ইস্টবেঙ্গলের নতুন বিদেশি কোচ আলেজান্দ্রো মেনদেজ গার্সিয়া। সঙ্গে এসেছেন ভিডিও অ্যানালিস্ট ম্যারিও রিবেরা ও ফিজিও কার্লোস নাদারও।

বিমানবন্দরে পা রেখেই সাংবাদিকদের উদ্দেশে তিনি জানান, “আমি তৈরি হয়েই আছি। কর্তারা যখনই বলবেন মাঠে নেমে পড়ব। ইস্টবেঙ্গলের ঐতিহ্য, ইতিহাস ভাল করে জেনেই এসেছি। ডার্বি দেখতে মরিয়া হয়ে আছি।”

আপাতত কিছুটা বিশ্রাম সারবেন তিনি। যুবভারতীর ভিভিআইপি বক্সে বসে খেলা দেখবেন স্পেনের স্পোর্টিং গিজো, সেল্টা ভিগো এবং রিয়াল মাদ্রিদের যুব দলের কোচিং করানো এই কোচ।

ম্যাচ শেষে ইস্টবেঙ্গল টিডি, কোচ এবং খেলোয়াড়দের সঙ্গে আলাপচারিতা সারবেন গার্সিয়া। লালহলুদের পরবর্তী অনুশীলনেই মাঠে নামতে চান আলেসান্দ্রো।

উত্তর দিন

আপনার মন্তব্য দিন !
আপনার নাম লিখুন