eastbengal

কলকাতা: অনুশীন চলাকালীন দুর্ঘটনা ঘটল ইস্টবেঙ্গলে।

গতকাল ম্যাচ ছিল, তাই প্রথম দলের ফুটবলাররা কুল ডাউন করছিলেন। অনুশীলন চলছিল বাকি ফুটবলারদের। বাকি ফুটবলাররা দুভাগে ভাগ হয়ে ম্যাচ প্র্যাকটিস করছিলেন। সেই খেলা চলাকালীন ডিফেন্ডার মেহতাব সিং ও ট্রায়ালে আসা সিদ্ধার্থ সিং-এর মধ্যে হেড দিতে গিয়ে সংঘর্ষ হয়। সিদ্ধার্থের মাথা ফাটে, হালকা চোট লাগে। কিন্তু গুরুতর আহত হন মেহতাব।

সংঘর্ষের পর ক্রমাগত বমি করতে থাকেন মেহতাব সিং। তাঁকে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়। তবে সিটি স্ক্যান করে দেখা গিয়েছে খুব গুরুতর কিছু ঘটেনি। কিন্তু দুর্ঘটনার ফলে গভীর ক্ষত হয়েছে মাথায়। তাঁকে বৃহস্পতিবার হাসপাতাল থেকে ছাড়া হবে।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here