ইস্টবেঙ্গল-১(জবি জাস্টিন) চার্চিল ব্রাদার্স-১(কফি)
গোয়া: হোম ম্যাচে শেষ মুহূর্তে প্লাজার গোলে জয় এসেছিল। কিন্তু অ্যাওয়েতে সেটা এল না। বরং আই লিগে এর আগে পর্যন্ত কোনো পয়েন্ট না পাওয়া চার্চিলের কাছে দুই পয়েন্ট খোয়াল খালিদের দল।
অথচ ম্যাচের প্রথমার্ধটা তেমন ছিল না। শুরু থেকেই আমনা-কাতসুমির যুগলবন্দি আর কাতসুমির মরিয়া প্রয়াসে আক্রমণে বৈচিত্র্য দেখিয়েছিল লালহলুদ। ম্যাচের ২৬ মিনিটে রালতের ক্রস থেকে জবির দুরন্ত গোলে এগিয়ে যায় ইস্টবেঙ্গল। ব্যবধান বাড়ানোর আরও সুযোগ পেয়েছিল ইস্টবেঙ্গল। কিন্তু কিছুটা নিজেদের ব্যর্থতা, কিছুটা চার্চিল ডিফেন্সে মনডের চমৎকার ফুটবল তা হতে দেয়নি।
দ্বিতীয়ার্ধে হয়তো গরমে ক্লান্ত হয়েই খেলাটাকে শ্লথ করে দেয় লালহলুদ। আক্রমণের গতি কমে আসে। আর সেই সুযোগটাই কাজে লাগিয়ে কাউন্টার অ্যাটাকে চমৎকার গোল করলেন আইভরি কোস্টের মেচাক কফি। আই লিগে এটাই ছিল তাঁর অভিষেক ম্যাচ। এছাড়াও গোলের সহজ সুযোগ নষ্ট ককরেন উত্তম রাই। জয়ের গোল করার মতো জোরালো কোনো আক্রমণ ইস্টবেঙ্গল আর করতে পারেনি। পরপর কয়েকটা পরিবর্তন করেও লাভ হয়নি খালিদের।
এদিন আটকে গেলেও লিগ শীর্ষেই থাকল লালহলুদ।