কলকাতা: আই লিগে এ পর্যন্ত ইস্টবেঙ্গল ১৭টি গোল করেছে। তার মধ্যে স্ট্রাইকাররা গোল করেছেন ৩টি। ২টি প্লাজা এবং ১টি জবি জাস্টিন। বাকি সব গোলই মিডফিল্ডার এবং ডিফেন্ডারদের। স্বাভাবিক ভাবেই স্ট্রাইকারদের গোল পাওয়া নিয়ে গভীর চিন্তায় লালহলুদ শিবির। পরিস্থিতি সামলাতে উড়িয়ে আনা হয়েছে এক বছর প্রতিযোগিতামূলক ম্যাচ না খেলা ডুডুকে। তাঁর দিকেই গোলের জন্য অধীর আগ্রহে তাকিয়ে আছে গোটা দল। কারণ ডার্বি জিততে হলে যে স্ট্রাইকারকে গোল করতে হবে, তা বোঝেন সকলেই।
আইজল থেকে ফিরে এদিন লালহলুদে অনুশীলন ছিল না। কিন্তু অনুশীলন করেন ডুডু। অনুশীলনের শেষে তাঁকে নিজের ঘরে ডেকে নেন খালিদ জামিল। প্রায় ১ ঘণ্টা কথা বলেন তার সঙ্গে। ডুডু নিজে অবশ্য ভালো পারফরম্যান্সের ব্যাপারে আশাবাদী।
এদিন সাংবাদিকদের সঙ্গে কথা বলেন আল আমনা। সিরিয়ার মিডফিল্ডার বলেন, ডার্বিতে তিনি ডুডুর কাছ থেকে গোল আশা করছেন। পাশাপাশি মোহনবাগানের ভগ্নদশায়, তাঁরা যে মনে মনে বেশ খুশি, সেটাও বেরিয়ে পড়ল আমনার কথায়। বললেন, সনি না খেলতে পারলে সুবিধা তো হবেই।