mohammed-ghaddar lebanon striker

কলকাতা: পজিটিভ স্ট্রাইকারের খোঁজে একের পর এক ফুটবলার নিয়ে চর্চা চলছে লালহলুদে। আর এই কাজে ইস্টবেঙ্গল কর্তাদের সাহায্য করছেন ময়দানের এক বিখ্যাত ফুটবলার ও কোচের ছেলে। মূলত এশিয়ার বিভিন্ন দেশের স্ট্রাইকারদের দিকেই নজর লালহলুদের। আর সেই চর্চাতেই কাতার ও ইরানের পর এবার ভেসে উঠল এক লেবানিজ ফুটবলারের নাম।

টেকনিক্যাল ডিরেক্টর সুভাষ ভৌমিক চেয়েছিলেন এই মরশুমের শেষদিকে মোহনবাগানে আসা আক্রম মোঘ্রাবিকে। আক্রমকে তিনি আগে চার্চিলে কোচিং করিয়েছেন। শোনা যায় বাগানে শঙ্করলাল কোচ হওয়ার পর সুভাষের পরামর্শেই আক্রমকে আনা হয়েছিল। কিন্তু লালহলুদ কর্তাদের আক্রমকে পছন্দ হয়নি। তাঁদের পছন্দ আরেক লেবানিজ ফুটবলার মহম্মদ ঘদ্দর।

ঘদ্দর গত মরশুমে মালয়েশিয়া সুপার লিগে ২৫টি গোল করে গোল্ডেন বুট জিতেছেন। এই মুহূর্তে খেলছেন কেলান্তান ক্লাবের হয়ে। বহু দুরন্ত গোল রয়েছে তাঁর। কিন্তু বয়স একটু বেশি। ৩৪।

অন্যদিকে ব্রাজিলিয়ান স্ট্রাইকার রামায়েল রামাজ্জোতির জন্যও আরেকবার ঝাঁপাতে চান ক্লাবকর্তারা। তিনিও খেলেন মালয়েশিয়ার ক্লাবের হয়ে।গত মরশুমে তাঁকে নিতে চেয়েও টাকার জন্য পিছু হঠতে হয়েছিল ইস্টবেঙ্গলকে।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here