কলকাতা: হন্যে হয়ে চার্লসের বদলি খুঁজছে ইস্টবেঙ্গল। তাঁকে যে রাখা হবে না, সেটা চার্লসকে বুঝিয়ে দেওয়া হয়েছে। অ্যারোজ ম্যাচে ব্রাজিলিয়ান স্ট্রাইকারকে বেঞ্চে বসিয়ে খেলানো হয়েছে জবি জাস্টিনকে। এই পরিস্থিতিতে বেশ কয়েকটা নাম নিয়ে আলোচনা চলছে লাহলুদ শিবিরে। নাম চূড়ান্ত করতে গোয়া উড়ে যাচ্ছেন লালহলুদের শীর্ষকর্তা। চার্চিল ম্যাচের আগে খালিদের সঙ্গে কথা বলেই নেওয়া হবে চূড়ান্ত সিদ্ধান্ত।
রন্টিকে পাওয়ার সম্ভাবনা কমছে। সেক্ষেত্রে পাল্লা ভারী এমেকা ডার্লিংটনের। নাম ভেসে উঠছে ডুডুরও। লালহলুদ কর্তারা চাইছেন একজন চেনা বিদেশি। যাতে তাঁকে ২১ তারিখের ডার্বিতে নামানো যায়। তবে নতুন বিদেশি যেই হোন, তার নাম আগামী সপ্তাহের মধ্যেই ঠিক হয়ে যাবে।