dinolisfinal

ওয়েবডেস্ক: চলতি মাসেই আন্তর্জাতিক দলবদলের সময়সীমা শেষ হয়ে যাচ্ছে। ফলে তার আগে নিজেদেরকে আইলিগের জন্য তৈরি করতে মরিয়া কুয়েস ইস্টবেঙ্গল। ইতিমধ্যেই কোস্তারিকান বিশ্বকাপার জনি অ্যাকোস্তাকে দলে নিয়েছে তারা। আর সেই রেশ কাটতে না কাটতেই ফের চমক দিতে তৈরি লালহলুদ। দক্ষিণ আমেরিকার বিভিন্ন সংবাদ সংস্থায় প্রকাশিত পানামার জাতীয় দলের খেলোয়াড় রোনাল্ডো অ্যান্তোনিও ডিনোলিজ রড্রিগেজকে দলে নিচ্ছে কুয়েস ইস্টবেঙ্গল।

p600

উল্লেখ্য, ২৩ বছর বয়সি এই স্ট্রাইকার অবশ্য চলতি বিশ্বকাপে ২৩ জনের দলের সদস্য ছিলেন না। এই মুহূর্তে তিনি কোস্তা রিকার প্রথম ডিভিশনের দল স্যান্তোসের খেলোয়াড়। যে ক্লাবে নিজের ফুটবল জীবন শুরু করেছিলেন জনি অ্যাকোস্তাও।

ইস্টবেঙ্গল কর্তাদের তরফে অবশ্য এখনও সরকারি ভাবে কিছু জানানো হয়নি। কিন্তু রোনাল্ডোর ক্লাব স্যান্তোস তাঁকে নতুন ক্লাবে সাফল্যের জন্য শুভকামনা জানিয়েছে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য দিন !
আপনার নাম লিখুন