khalid jamil in eastbengal practice

কলকাতা:  আইএসএল-এর দলগুলির সঙ্গে প্রস্তুতি ম্যাচ খেলতে ভারত-ভ্রমণ শুরু করে দিল ইস্টবেঙ্গল। বেঙ্গালুরুর কান্তিরাভা স্টেডিয়ামে বেঙ্গালুরু এফসি-র বিরুদ্ধে দুটি অনুশীলন ম্যাচ খেলবে খালিদ জামিলের দেল। প্রথম ম্যাচ বুধবার সকাল সাড়ে নটায়। মঙ্গলবার সকালে রওনা দিয়ে দুপুরে বেঙ্গুরু পৌঁছেছেন প্লাজারা। এদিন খেলোয়াড়দের অনুশীলনে নামাননি খালিদ। তবে সন্ধ্যায় টিম মিটিং করেছেন। বুধবার পাঁচ বিদেশি নিয়ে খলবে ইস্টবেঙ্গল। তবে এডুয়ার্ডো এখনও পুরো ফিট নন। নামবেন পরিবর্ত হিসেবে। আই লিগের আগে আইএসএল-এর দলগুলির সঙ্গে প্রস্তুতি ম্যাচ খেলার সুযোগটা পুরোদস্তুর কাজে লাগাতে চাইছেন লালহলুদের মুম্বইকর কোচ।

আরও পড়ুন: ব্রাজিল-ইংল্যান্ড ম্যাচের টিকিট নিয়ে ব্যাপক বিশৃঙ্খলা, পথ অবরোধ

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here