East Bengal Football Club

কলকাতা: ইউবি গ্রুপ চলে যাওয়ার ফাঁকা রয়েছে ইস্টবেঙ্গলের মেইন স্পনসরের জায়গাটা। শোনা যাচ্ছিল চলতি মরশুম শুরুর আগেই এসে যাবে সেই স্পনসর। কিন্তু না। কিছু প্রশাসনিক জটিলতার জেরে আপাতত কয়েকটি কো স্পনসর নিয়েই মরশুম শুরু করতে চলেছে লালহলুদ। বৃহস্পতিবারই ঘোষণা হবে কোস্পনসরদের নাম।

আপাতত যা জানা যাচ্ছে এই মরশুমে ইস্টবেঙ্গলের সঙ্গে যুক্ত হচ্ছে ইয়েস ব্যাঙ্ক, এক বা একাধিক গয়না প্রস্তুতকারক সংস্থা(সম্ভবত অঞ্জলি জুয়েলার্স বা শ্যাম সুন্দর কো) এবং একটি হেলথ ড্রিঙ্ক সংস্থা(সম্ভবত মাজা)। ক্লাবের ওয়াকিবহাল মহল থেকে জানা যাচ্ছে এই নামগুলোই। তবে ইস্টবেঙ্গল ক্লাবের সর্বশক্তিধর শীর্ষকর্তা কোনো চমক দিয়ে মেন স্পনসরের নামও ঘোষণা করতে পারেন। তবে তার সম্ভাবনা খুবই কম।

তবে এই মুহূর্তে যা পরিস্থিতি, তাতে চলতি মরশুমে আইএসএল খেলছে না ইস্টবেঙ্গল, মোহনবাগান। কিন্তু কলকাতা লিগ চলাকালীন কোনো নাটকীয় ঘটনায় মোড় ঘুরতেও পারে। দুই ক্লাবেই এসে যেতে পারে মেইন স্পনসর। তবে আপাতত তেমন কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here