ss

ওয়েবডেস্ক: নতুন মরশুমের আইলিগের ডার্বি হতে এখনও অনেক দেরি। তবে তাঁর আগেই বিপক্ষ শিবিরকে মাপা শুরু হয়ে গেল। শনিবার ঘরের মাঠে মোহনবাগান মুখোমুখি হয়েছিল আইজলের। আর সেই ম্যাচ দেখতেই যুবভারতীর ভিআইপি গ্যালারিতে উপস্থিত ছিলেন ইস্টবেঙ্গলের সহকারী কোচ বাস্তব রায়। সঙ্গে হেড কোচ আলেসান্দ্রোর আনা সহকারীরা।

অন্যদিকে ম্যাচ শেষে রীতিমতো হতাশ মোহনবাগান কোচ শঙ্করলাল চক্রবর্তী। দল গোল করলেও, শেষমেশ বিপক্ষের গোল হজম করে পয়েন্ট খোয়াতে হচ্ছে তাঁদের। ডিফেন্স নিয়ে রীতিমতো চিন্তিত তিনি। এই নিয়ে যথাসম্ভব খেলোয়াড়দের সঙ্গে আলোচনায় বসবেন তিনি।

অন্যদিকে মোহনাবাগানে ফিরেই গোল পেয়েছেন সনি নর্ডি। কিন্তু তাঁর গোলে এগিয়ে গিয়েও শেষমেশ পয়েন্ট খোয়াতে হয়েছে তাঁদের। ম্যাচের সেরা হয়ে তিনি জানিয়েছেন, “মোহনবাগানে ফিরে ভালো লাগছে। গোলও পেয়েছি। তবে দল জিতলে বেশি ভালো হতো”।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here