কলকাতা: কাতসুমির পর ইস্টবেঙ্গলের জালে ধরা দিতে চলেছেন আরেক মোহনবাগানি বিদেশি। মিচেল চোট পাওয়ার পর হন্যে হয়ে একজিন ডিফেন্ডার খুঁজছিল লালহলুদ শিবির। মোহনবাগানের খেলে যাওয়া ইচে ট্রায়াল দিলেও তাঁকে পছন্দ হয়নি খালিদের। অন্যদিকে জিম্বাবোয়ের স্টপার কামহুকার সসঙ্গে পাঠচক্রের ২ বছরের চুক্তি রয়েছে। এই অবস্থায় ক্লাবকর্তাদের মাথায় আসে গত মরশুমে মোহনবাগানে খেলে যাওয়া এডুর কথা। গত বার আইএসএল-এ খেললেও এবার এখনও কোনো দল নেই এডুর। সব ঠিকঠাক চললে খুব শিগগিরই এডুয়াডোর্ ফেরেইরার সঙ্গে চুক্তি সই হয়ে যাবে লালহলুদের।
অন্যদিকে আগামী ৩০ অক্টোবর পুনে এফসি-র সঙ্গে প্রস্তুতি ম্যাচ খেলবে লালাহলুদ।