ইংল্যান্ড: ১ (জুড বেলিংহ্যাম) সার্বিয়া: ০
খবর অনলাইন ডেস্ক: গ্রুপ ‘সি’-র খেলায় সার্বিয়াকে ১-০ গোলে হারিয়ে এবারের ইউরো কাপ অভিযান শুরু করল ইংল্যান্ড। ম্যাচের ১৩ মিনিটের মাথায় জুড বেলিংহ্যাম জয়সূচক গোলটি করেন।
১৯৬৬-এর বিশ্বকাপ জেতার পর আর কোনো বড়ো টুর্নামেন্টের ট্রফি ইংল্যান্ড তার ঝুলিতে ভরতে পারেনি। এবারের ইউরো কাপ জেতার অন্যতম দাবিদার মনে করা হচ্ছে ইংল্যান্ডকে। রবিবার রাতে গেলসেনকিরখেনের আরেনা আউফশালকে-তে আয়োজিত ম্যাচে ইংল্যান্ড কোনোরকমে ১-০ গোলে হারাল সার্বিয়াকে।
ম্যাচের শুরু থেকেই খেলার ওপর আধিপত্য বিস্তার করে ইংল্যান্ড। ম্যাচের ৫ মিনিটেই গোলের সুযোগ পায় তারা। তবে সার্বিয়ার গোলের সামনে থাকা সত্ত্বেও জুড বেলিংহ্যামের কাছ থেকে পাওয়া পাস কাজে লাগাতে পারেনি ফিল ফোডেন।
বেলিংহ্যামের গোল
১৩ মিনিটের মাথায় বেলিংহ্যামই এগিয়ে দেন ইংল্যান্ডকে। কাইল ওয়াকার বল বাড়ান বুকায়ো সাকাকে। সাকা ডান দিক ধরে উঠে গিয়ে মাঝমাঠ ক্রস করে হ্যারি কেনের উদ্দেশে বল ভাসিয়ে দেন। কেন বল না পেলেও পেয়ে যান বেলিংহ্যাম। সার্বিয়ার রক্ষণভাগের একজন খেলোয়াড়কে টপকে সাকার পা থেকে উড়ে আসা বলে হেড দিয়ে সার্বিয়ার গোলে পাঠিয়ে দেন বেলিংহ্যাম। এই নিয়ে এই মরশুমে নিজের ক্লাব রেয়াল মাদ্রিদ এবং নিজের দেশ ইংল্যান্ডের হয়ে ৪০টি ক্ষেত্রে বেলিংহ্যাম হয় গোল করলেন না হয় গোল করায় সহযোগিতা করেছেন। এ ব্যাপারে তাঁর আগে একমাত্র রয়েছেন হ্যারি কেন। তিনি ৫৮টি ক্ষেত্রে এই কাজ করেছেন।
এর পর দু’ পক্ষই ম্যাচের দুই অর্ধেই গোল করার সহজ সুযোগ নষ্ট করেছে। কিন্তু কাজের কাজ কিছু হয়নি। ম্যাচের ৫৯ মিনিটে পেনাল্টির জন্য আবেদন করেছিল সার্বিয়া। কিন্তু রেফারি তাতে কান দেননি। শেষ পর্যন্ত বেলিংহ্যামের গোলেই ম্যাচের জয়-পরাজয় নিষ্পত্তি হয়।
বেলিংহ্যামের রেকর্ড
এই গোল করে কিন্তু জুড বেলিংহ্যাম ঢুকে গেলেন রেকর্ড বইয়ে। বেলিংহ্যাম প্রথম ইউরোপীয় ফুটবলার যিনি ২১ বছর হওয়ার আগেই ৩টি বড়ো আন্তর্জাতিক টুর্নামেন্ট খেলে ফেললেন। আন্তর্জাতিক ম্যাচে তাঁর অভিষেক ইউরো কাপ ২০২০-তে। এর পর তিনি খেলেছেন ২০২২-এর বিশ্বকাপ ফুটবলে। আর এখন খেলছেন ২০২৪-এর ইউরো কাপে। আজ সোমবার ১৭ জুন তাঁর বয়স ২০ বছর ৩৫৩ দিন।
সার্বিয়ার বিরুদ্ধে গোল করে এবারের ইউরো কাপে ইংল্যান্ডের গোলের সূচনা করলেন বেলিংহ্যাম। ২০২২-এর বিশ্বকাপ ফুটবলেও ইংল্যান্ডের হয়ে প্রথম গোলটি করেছিলেন এই জুড বেলিংহ্যাম।
আরও পড়ুন
ইউরো কাপ ২০২৪: তিন বছর আগে হৃদরোগে আক্রান্ত হওয়া এরিকসেনের গোল ডেনমার্ককে জয় এনে দিতে পারল না