Homeখেলাধুলোফুটবলইউরো কাপ ২০২৪: জুড বেলিংহ্যামের গোলে সার্বিয়ার বিরুদ্ধে জয় পেল ইংল্যান্ড  

ইউরো কাপ ২০২৪: জুড বেলিংহ্যামের গোলে সার্বিয়ার বিরুদ্ধে জয় পেল ইংল্যান্ড  

প্রকাশিত

ইংল্যান্ড: ১ (জুড বেলিংহ্যাম) সার্বিয়া: ০

খবর অনলাইন ডেস্ক: গ্রুপ ‘সি’-র খেলায় সার্বিয়াকে ১-০ গোলে হারিয়ে এবারের ইউরো কাপ অভিযান শুরু করল ইংল্যান্ড। ম্যাচের ১৩ মিনিটের মাথায় জুড বেলিংহ্যাম জয়সূচক গোলটি করেন।

১৯৬৬-এর বিশ্বকাপ জেতার পর আর কোনো বড়ো টুর্নামেন্টের ট্রফি ইংল্যান্ড তার ঝুলিতে ভরতে পারেনি। এবারের ইউরো কাপ জেতার অন্যতম দাবিদার মনে করা হচ্ছে ইংল্যান্ডকে। রবিবার রাতে গেলসেনকিরখেনের আরেনা আউফশালকে-তে আয়োজিত ম্যাচে ইংল্যান্ড কোনোরকমে ১-০ গোলে হারাল সার্বিয়াকে।

ম্যাচের শুরু থেকেই খেলার ওপর আধিপত্য বিস্তার করে ইংল্যান্ড। ম্যাচের ৫ মিনিটেই গোলের সুযোগ পায় তারা। তবে সার্বিয়ার গোলের সামনে থাকা সত্ত্বেও জুড বেলিংহ্যামের কাছ থেকে পাওয়া পাস কাজে লাগাতে পারেনি ফিল ফোডেন।

বেলিংহ্যামের গোল

১৩ মিনিটের মাথায় বেলিংহ্যামই এগিয়ে দেন ইংল্যান্ডকে। কাইল ওয়াকার বল বাড়ান বুকায়ো সাকাকে। সাকা ডান দিক ধরে উঠে গিয়ে মাঝমাঠ ক্রস করে হ্যারি কেনের উদ্দেশে বল ভাসিয়ে দেন। কেন বল না পেলেও পেয়ে যান বেলিংহ্যাম। সার্বিয়ার রক্ষণভাগের একজন খেলোয়াড়কে টপকে সাকার পা থেকে উড়ে আসা বলে হেড দিয়ে সার্বিয়ার গোলে পাঠিয়ে দেন বেলিংহ্যাম। এই নিয়ে এই মরশুমে নিজের ক্লাব রেয়াল মাদ্রিদ এবং নিজের দেশ ইংল্যান্ডের হয়ে ৪০টি ক্ষেত্রে বেলিংহ্যাম হয় গোল করলেন না হয় গোল করায় সহযোগিতা করেছেন। এ ব্যাপারে তাঁর আগে একমাত্র রয়েছেন হ্যারি কেন। তিনি ৫৮টি ক্ষেত্রে এই কাজ করেছেন।

এর পর দু’ পক্ষই ম্যাচের দুই অর্ধেই গোল করার সহজ সুযোগ নষ্ট করেছে। কিন্তু কাজের কাজ কিছু হয়নি। ম্যাচের ৫৯ মিনিটে পেনাল্টির জন্য আবেদন করেছিল সার্বিয়া। কিন্তু রেফারি তাতে কান দেননি। শেষ পর্যন্ত বেলিংহ্যামের গোলেই ম্যাচের জয়-পরাজয় নিষ্পত্তি হয়।

বেলিংহ্যামের রেকর্ড

এই গোল করে কিন্তু জুড বেলিংহ্যাম ঢুকে গেলেন রেকর্ড বইয়ে। বেলিংহ্যাম প্রথম ইউরোপীয় ফুটবলার যিনি ২১ বছর হওয়ার আগেই ৩টি বড়ো আন্তর্জাতিক টুর্নামেন্ট খেলে ফেললেন। আন্তর্জাতিক ম্যাচে তাঁর অভিষেক ইউরো কাপ ২০২০-তে। এর পর তিনি খেলেছেন ২০২২-এর বিশ্বকাপ ফুটবলে। আর এখন খেলছেন ২০২৪-এর ইউরো কাপে। আজ সোমবার ১৭ জুন তাঁর বয়স ২০ বছর ৩৫৩ দিন।

সার্বিয়ার বিরুদ্ধে গোল করে এবারের ইউরো কাপে ইংল্যান্ডের গোলের সূচনা করলেন বেলিংহ্যাম। ২০২২-এর বিশ্বকাপ ফুটবলেও ইংল্যান্ডের হয়ে প্রথম গোলটি করেছিলেন এই জুড বেলিংহ্যাম। 

আরও পড়ুন   

ইউরো কাপ ২০২৪: তিন বছর আগে হৃদরোগে আক্রান্ত হওয়া এরিকসেনের গোল ডেনমার্ককে জয় এনে দিতে পারল না      

সাম্প্রতিকতম

বিশ্ব রাজনীতির অস্থিরতার মাঝে করুণার কণ্ঠস্বর: এক দশক ধরে পোপ ফ্রান্সিসের প্রগতিশীল পদচারণা

পোপ ফ্রান্সিসের এক দশকের পথচলায় উঠে এসেছে করুণা, জলবায়ু ন্যায়, শরণার্থী অধিকার ও গির্জার সংস্কারের বার্তা। রক্ষণশীলতার বিরুদ্ধে দাঁড়িয়ে তিনি হয়ে উঠেছেন সময়ের গুরুত্বপূর্ণ মানবিক কণ্ঠস্বর।

হিন্দু সমাজে জাতিভেদের অবসান চাই! ‘এক মন্দির, এক কুয়ো, এক শ্মশান’-এর ডাক মোহন ভাগবতের

জাতিভেদের বিভেদ ভুলে হিন্দু সমাজে ঐক্যের বার্তা দিলেন আরএসএস প্রধান মোহন ভাগবত। অলিগড় সফরে দিলেন সামাজিক সম্প্রীতির বার্তা।

কলকাতা বিমানবন্দরে যাত্রা হবে আরও দ্রুত! ডমেস্টিক ট্রান্সফারে চালু হচ্ছে ‘ডিজিযাত্রা’

কলকাতা বিমানবন্দরে এবার আরও দ্রুত ডমেস্টিক কানেক্টিং ফ্লাইটে যাত্রা সম্ভব। ডিজিযাত্রা চালু হচ্ছে ডমেস্টিক-টু-ডমেস্টিক ট্রান্সফার জোনে, উপকৃত হবেন হাজার হাজার যাত্রী।

সয়াবিন-সানফ্লাওয়ার তেলের ফ্যাট বাড়াচ্ছে প্রাণঘাতী স্তন ক্যানসারের ঝুঁকি! চাঞ্চল্যকর দাবি নিউইয়র্ক গবেষকদের

সয়াবিন ও সানফ্লাওয়ার অয়েলের লিনোলেইক অ্যাসিড ট্রিপল নেগেটিভ ব্রেস্ট ক্যানসারের ঝুঁকি বাড়ায় বলে দাবি নিউইয়র্কের গবেষকদের। প্রাণঘাতী এই ক্যানসারের বিরুদ্ধে লড়াই কঠিন।

আরও পড়ুন

আইএসএল ২০২৪-২৫: লিগ-শিল্ডের পরে কাপ এল মোহনবাগানের ঘরে, হার মানলেন সুনীল ছেত্রীরা

মোহনবাগান সুপার জায়ান্ট: ২ (জেসন কামিংস, জেমি ম্যাকলারেন) বেঙ্গালুরু এফসি: ১ (আলবার্তো রদরিগুয়েজ আত্মঘাতী)   কলকাতা:...

আইএসএল ফাইনালের আগে আত্মবিশ্বাসে টইটম্বুর মোহনবাগান

আইএসএল ফাইনালের আগে যুবভারতীতে প্রস্তুতি চূড়ান্ত। সাংবাদিক সম্মেলনে একে অপরকে চ্যালেঞ্জ করলেন মোহনবাগান ও বেঙ্গালুরুর অধিনায়ক এবং কোচ।

আইএসএল ২০২৪-২৫: শেষ মুহূর্তে আপুইয়ার গোলে জামশেদপুরকে হারিয়ে ফাইনালে মোহনবাগান, মুখোমুখি বেঙ্গালুরুর  

মোহনবাগান সুপার জায়ান্ট: ২ (জেসন কামিংস, লালেংমাউইয়া রালতে) (৩) জামশেদপুর এফসি: ০ (২) কলকাতা: ২৪ বছর...
কেন লক্ষ্মীর পাঁচালি পাঠ করা হয় রতন টাটার সেরা উক্তি যা আপনাকে অনুপ্রাণিত করবে