Homeখেলাধুলোফুটবলইউরো কাপ ২০২৪: ৯৫ মিনিট পর্যন্ত পিছিয়ে থেকে অতিরিক্ত সময়ের গোলে ইংল্যান্ড...

ইউরো কাপ ২০২৪: ৯৫ মিনিট পর্যন্ত পিছিয়ে থেকে অতিরিক্ত সময়ের গোলে ইংল্যান্ড গেল শেষ ৮-এ

প্রকাশিত

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

ইংল্যান্ড: ১ (জুড বেলিংহাম, হ্যারি কেন) স্লোভাকিয়া: ১ (ইভান শ্রানৎজ)

খবর অনলাইন ডেস্ক: জয় নিয়ে নিশ্চিন্ত ছিলেন স্লোভাকিয়ার সমর্থকরা। নির্ধারিত ৯০ মিনিটের পর যে ৬ মিনিট অতিরিক্ত সময় দেওয়া হয়েছিল তার একেবারে শেষ মুহূর্ত পর্যন্ত ১-০ গোলে এগিয়ে ছিল স্লোভাকিয়া। ওই সময়ে ইংল্যান্ডের হয়ে ম্যাচে সমতা ফেরালেন জুড বেলিংহাম। ম্যাচ গেল ৩০ মিনিটের অতিরিক্ত সময়ে। অতিরিক্ত সময়ের ঠিক প্রথম মুহূর্তে জয়সূচক গোল করলেন হ্যারি কেন। ২০২০-এর ইউরো রানার্স আপ শেষ পর্যন্ত যেতে পারল কোয়ার্টার ফাইনালে।

ফুটবলপ্রেমীরা ইতিমধ্যেই বলতে শুরু করেছিলেন, এবারের ইউরো কাপে যাদের খেলা সবচেয়ে বেশি একঘেয়ে লাগছে তারা হল ইংল্যান্ড। রবিবার ছিল ইংল্যান্ডের সেই বদনাম ঘোচানোর পালা। রবিবার রাতে (ভারতীয় সময়) গেলসেনকিরখেনের আরেনা আউফশালকেতে আয়োজিত ম্যাচে সেই বদনাম ঘচাল ইংল্যান্ড।

প্রথমার্ধে ১-০ গোলে এগিয়ে স্লোভাকিয়া    

ম্যাচের ৬ মিনিটে স্লোভাকিয়ার কাছে সুযোগ এসেছিল এগিয়ে যাওয়ার। বাঁ দিক থেকে দুর্দান্ত প্রতি-আক্রমণ শুরু করে তারা। লুকাস হারাসলিন ইংল্যান্ডের গোলকিপার জর্ডান পিকফোর্ডকে কাটিয়ে গোল লক্ষ্য করে যে শট নেন, তা পোস্টের বাইরে দিয়ে চলে যায়। হারাসলিন ক্রমশই বিপজ্জনক হয়ে ওঠার মধ্যেই সুযোগ পায় ইংল্যান্ড। কিন্তু জুড বেলিংহামের কাছ থেকে পাওয়া ক্রস অনেক উঁচু দিয়ে শট করে লক্ষ্যভ্রষ্ট হন কির‍্যান ট্রিপিয়ার।

euro cup bellingham england 01.07

বেলিংহামের বাইসাইকেল কিক। পাশে হ্যারি কেন। ছবি UEFA EURO 2024 ‘X’ handle থেকে নেওয়া।                  

সমানে সমানে খেলা চলতে থাকে। তবে তারই মধ্যে স্লোভাকিয়ার আক্রমণ কিছুটা বেশি ছিল। আর এখান থেকেই ম্যাচের ২৫ মিনিটে গোল পেয়ে যায় স্লোভাকিয়া। ডান দিকে বল পেয়ে যান স্ট্রেলেক। তিনি বক্সের মধ্যে ঢুকে এসে বল বাড়িয়ে দেন ইভান শ্রানৎজকে। শ্রানৎজ গোলকিপার পিকফোর্ডকে কাটিয়ে বল ইংল্যান্ডের জালে জড়িয়ে দেন। এই নিয়ে এবারের ইউরোতে ৩টে গোল করে যুগ্ম সর্বাধিক গোলদাতা হলেন শ্রানৎজ। স্লোভাকিয়া ১-০ গোলে এগিয়ে যায়।

গোল খেয়ে ইংল্যান্ড তেতে ওঠে। গোল শোধ করার আপ্রাণ চেষ্টা চালাতে থাকে। ৩৫ মিনিটে পর পর দুটো কর্নার পায় ইংল্যান্ড। কিন্তু তাতে কোনো কাজ হয়নি। প্রথমার্ধে ১-০ গোলে এগিয়ে থাকে স্লোভাকিয়া।

দ্বিতীয়ার্ধের অতিরিক্ত সময়ে ১-১ করল ইংল্যান্ড  

দ্বিতীয়ার্ধের শুরু থেকেই ম্যাচে সমতা আনার চেষ্টা চালাতে থাকে ইংল্যান্ড এবং তার ফল প্রায় পেয়ে গিয়েছিল ম্যাচের ৫০ মিনিটে। ট্রিপিয়ারের কাছ থেকে স্কোয়ার পেয়ে ম্যান সিটির ফরোয়ার্ড ফিল ফোডেন যে গোল করেন তা ‘ভার’ পরীক্ষায় (ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি) বাতিল হয়ে যায়।

ইংল্যান্ডের চাপ আরও বাড়তে থাকে। দ্বিতীয়ার্ধে তাদের তুলনায় অনেক ভালো খেলতে দেখা যায়। ৮১ মিনিটে বক্সের বাইরে থেকে ডেক্ল্যান রাইসের শট পোস্টে লেগে হ্যারি কেনের কাছে চলে আসে। কিন্তু কেনের শট লক্ষ্যভ্রষ্ট হয়। নির্ধারিত ৯০ মিনিটের পরে অতিরিক্ত ৬ মিনিট দেওয়া হয়। স্লোভাকিয়ার জয় নিয়ে তাদের সমর্থকরা যখন বেশ নিশ্চিন্ত, ঠিক তখনই ম্যাচে সমতা ফেরায় ইংল্যান্ড। অতিরিক্ত সময়ের ৫ মিনিটে একটা থ্রো-ইন স্লোভাকিয়ার গোলমুখে পৌঁছোলে বেলিংহাম দৃষ্টিনন্দন বাইসাইকেল কিকে বল ঢুকিয়ে দেন স্লোভাকিয়ার গোলে। ম্যাচ গড়িয়ে যায় অতিরিক্ত সময়ে।

euro cup bellingham kane 01.07

দুই গোলদাতা – জুড বেলিংহাম (বাঁ দিকে), হ্যারি কেন (ডান দিকে)। ছবি UEFA EURO 2024 ‘X’ handle থেকে নেওয়া।

জয়সূচক গোল হ্যারি কেনের

অতিরিক্ত সময়ের খেলা শুরু হতে না হতেই গোল করে বসেন হ্যারি কেন। কোল পালমারের ক্রস ক্লিয়ার করতে গিয়ে স্লোভাকিয়ার ডিফেন্ডার ভুল করে পাঠিয়ে দেন এবেরেচি এজের কাছে। এজে আলতো করে পাঠিয়ে দেন ইভান টোনির কাছে। টোনি হেড করে দিয়ে দেন কেনকে। কেন আসল কাজটা সুসম্পন্ন করেন। ম্যাচে ফেরার আপ্রাণ চেষ্টা করতে থাকে স্লোভাকিয়া। ম্যাচের ১০৫ মিনিটে প্রায় সমতা ফিরিয়ে এনেছিল তারা। কিন্তু একটুর জন্য লক্ষ্যভ্রষ্ট হন পিটার পেকারিক। অতিরিক্ত সময়ের প্রথম অর্ধে ইংল্যান্ড ২-১ গোলে এগিয়ে থাকে।

দ্বিতীয়ার্ধের শুরুতে ইংল্যান্ড তাদের দুই গোলদাতা বেলিংহাম এবং কেনকে বিশ্রাম দিয়ে নামায় এজরি কোনসা এবং কোনোর গলাঘেরকে নামায়। ম্যাচের ১১৭ মিনিটে স্লোভাকিয়া কর্নার পায়। কিন্তু ইংল্যান্ডের ডিফেন্ডার তা ক্লিয়ার করে দেয়। ম্যাচের শেষ মিনিটদুয়েক স্লোভাকিয়া চেপে ধরে ইংল্যান্ডকে। কিন্তু শেষ পর্যন্ত তাদের হার মানতে হয় ২-১ গোলে।

আরও পড়ুন

ইউরো কাপ ২০২৪: সুইৎজারল্যান্ডের কাছে হেরে প্রি-কোয়ার্টারেই ছিটকে গেল ইউরো চ্যাম্পিয়ন ইতালি 

ইউরো কাপ ২০২৪: ডেনমার্কের বিদায়, ২-০ গোলে জিতে কোয়ার্টার ফাইনালে জার্মানি

সাম্প্রতিকতম

ফাস্টফুড-ঠান্ডা পানীয় খেলেই আয়ু কমছে মিনিটে মিনিটে! গবেষণায় চাঞ্চল্যকর তথ্য

মিশিগান বিশ্ববিদ্যালয়ের গবেষণায় উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য—একটা হটডগ খেলেই আয়ু কমছে ৩৬ মিনিট! ঠান্ডা পানীয়, বার্গার, স্যান্ডউইচেও বিপদ লুকিয়ে। জেনে নিন স্বাস্থ্যকর বিকল্প কী হতে পারে।

স্মল ইন্ডাস্ট্রিজ ডেভেলপমেন্ট ব্যাঙ্কে নিয়োগ, আবেদন অনলাইনে, বেতন ১ লক্ষের বেশি

স্মল ইন্ডাস্ট্রিজ ডেভেলপমেন্ট ব্যাঙ্কে ৭৬টি অফিসার পদে নিয়োগ। অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার ও ম্যানেজার পদে আবেদন ১১ অগস্ট পর্যন্ত। জেনে নিন বেতন, বয়স ও আবশ্যিক যোগ্যতা।

মুম্বইয়ের ট্রেনে ভিড় কমাতে অফিস টাইমে বড়সড় পরিবর্তনের ভাবনা, টাস্ক ফোর্স গঠন করে প্রক্রিয়া শুরু

মুম্বইয়ে লোকাল ট্রেনের ভিড় কমাতে সরকারি-বেসরকারি অফিসের সময় বদলের পরিকল্পনা। নতুন টাইমিং পরীক্ষামূলকভাবে চালুর সিদ্ধান্ত নিল মহারাষ্ট্র সরকার।

ছত্তীসগঢ়ে ৬ বছরে ১৭৭ নিরাপত্তারক্ষীর আত্মহত্যা, ১৮ জন খুন, সরকারি পরিসংখ্যানে উদ্বেগ

ছত্তীসগঢ়ে ২০১৯ থেকে জুন ২০২৫-এর মধ্যে আত্মহত্যা করেছেন ১৭৭ নিরাপত্তারক্ষী, যার মধ্যে প্রায় ৪০ জন কেন্দ্রীয় আধাসামরিক বাহিনীর। মানসিক চাপ, পারিবারিক সমস্যা, আসক্তি—সব মিলিয়ে বাড়ছে উদ্বেগ।

আরও পড়ুন

১৩৪তম ডুরান্ড কাপ উদ্বোধন করলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, প্রতিযোগিতা শুরু হবে ২৩ জুলাই

সঞ্জয় হাজরা শুক্রবার নয়াদিল্লিতে ১৩৪তম ইন্ডিয়ান অয়েল ডুরান্ড কাপের সূচনা হল। এশিয়ার প্রাচীনতম ও ভারতের...

আইপিএল ২০২৫: কুপোকাত মুম্বই, শ্রেয়স আয়ারের ব্যাটিং ঝড়ে ফাইনালে পঞ্জাব, মুখোমুখি বেঙ্গালুরুর

মুম্বই ইন্ডিয়ান্স: ২০৩-৬ (সূর্যকুমার যাদব ৪৪, তিলক বর্মা ৪৪, জনি বেয়ারস্টো ৩৮, আজমাতুল্লাহ ওমরজাই...

ফেডারেশনের পুরস্কারে বাংলার জয়জয়কার, বর্ষসেরা শুভাশিস, সেরা গোলকিপার বিশাল, সম্মান পেলেন আরও অনেকে

ফেডারেশনের বর্ষসেরা ফুটবলার নির্বাচিত হলেন মোহনবাগানের শুভাশিস বসু। সেরা গোলকিপারের সম্মান পেলেন বিশাল কাইথ। মহিলাদের বিভাগেও ইস্টবেঙ্গলের সৌম্যা গুগুলথ পেলেন স্বীকৃতি।