কলকাতা: মারা গেলেন মোহনবাগানের প্রাক্তন সচিব অঞ্জন মিত্র। বৃহস্পতিবার রাত ৩টে নাগাদ বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
মৃত্যুকালে অঞ্জনবাবুর বয়স হয়েছিল ৭৩ বছর। ২৩ বছর ধরে তিনি মোহনবাগান ক্লাবের সচিব পদে ছিলেন।
দীর্ঘদিন ধরেই মোহনবাগানের প্রশাসনে যুক্ত ছিলেন অঞ্জনবাবু। প্রথমে অর্থ সচিব হিসেবে পথ চলা শুরু করেন তিনি। এরপর ১৯৯৫ সালে তিনি ক্লাবের সচিব হন। ২০১৮ সালে সচিব পদ থেকেই মোহনাবাগান ক্লাবের প্রশাসক হিসেবে বিদায় নেন।
দীর্ঘদিন ধরে অসুস্থ থাকলেও মোহনবাগানের সঙ্গেই ছিলেন তিনি। অঞ্জন মিত্রের প্রয়াণে মোহনবাগানে এক অধ্যায়ের অবসান হল।
আরও পড়ুন মাঠে নয়, রোহিতের ব্যাটে ঘূর্ণিঝড়, উড়ে গেল বাংলাদেশ
শুক্রবার সকাল ১১টায় অঞ্জনবাবুর দেহ নিয়ে যাওয়া হবে মোহনবাগান তাঁবুতে। সেখানে দুপুর আড়াইটে পর্যন্ত দেহ রাখা থাকবে। বিকেল সাড়ে তিনটে নাগাদ কেওড়াতলা মহাশ্মশানে শেষকৃত্য। অঞ্জন মিত্রের প্রয়াণে বাগানে শোকের ছায়া। এ দিন মোহনবাগানের যাবতীয় অনুশীলন বাতিল করা হয়েছে।
খবরের সব আপডেট পড়ুন খবর অনলাইনে। লাইক করুন আমাদের ফেসবুক পেজ। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল।