ওয়েবডেস্ক: ফুটবলই পারে। এমন মিরাকেল ঘটানোর ক্ষমতা পৃথিবীতে হয়তো শুধু এই খেলাটিরই আছে।
ইংল্যান্ডের ডেভন শহরের ৫৯ বছরের টনি কেম্প। ফুটবল পাগল। হৃদরোগে আক্রান্ত হয়ে ভর্তি হয়েছিলেন হাসপাতালে। চলে গেছিলেন কোমায়। লাইফ সাপোর্ট সিস্টেমে রাখা হয়েছিল তাঁকে। তবে চিকিৎসক বলে দিয়েছিলেন, রোগ এতটাই গুরুতর যে টনি যদি ৪৮ ঘণ্টার মধ্যে কোমা থেকে জেগে না ওঠেন বা সুস্থতার কোনো লক্ষক্ষণ না দেখা যায়, তাহলে লাইফ সাপোর্ট সিস্টেমের সুইচ অফ করে দেবেন। হাসপাতালে টনির ঘরে থাকার অনুমতি ছিল কেবল তাঁর স্ত্রী ডানার।
টনির জ্ঞান ফেরানোর একাধিক প্রয়াস ব্যর্থ হওয়ার পর কোনো উপায় না দেখে মরিয়া চেষ্টা করেন ডানা। টনির প্রিয় দল প্লাইমাউথ আরজাইলসের দুটি গান- ‘প্রাইড অফ দ্য ওয়েস্ট কান্ট্রি’ এবং ‘জ্যানার্স’ আই প্যাডে চালিয়ে দেন ডানা। আর্জাইলসের খেলার সময়, দর্শকরা ওই দুটি গান গেয়েই প্রিয় ক্লাবকে উৎসাহ দিয়ে থাকেন। ওই গান বাজানোর পরই সবাইকে অবাক করে চোখ খোলেন টনি এবং একদিনের মধ্যে অনেকটা সুস্থ হয়ে ওঠেন।
এখন কেমন আছেন টনি? ডানা জানিয়েছেন, তিন ছেলেমেয়ের বাবা এবং দুই নাতিনাতনির দাদু টনি এখন ধীরে ধীরে হাঁটতে রাকেন, দোকানেও যান। তবে স্মৃতির কিছু সমস্যা রয়ে গেছে।
আশা করা যায়, প্রিয় দলের খেলা দেখতে কিছুদিনের মধ্যে মাঠেও পৌঁছে যাবেন টনি কেম্প।