এখন কেমন আছেন টনি? ডানা জানিয়েছেন, তিন ছেলেমেয়ের বাবা এবং দুই নাতিনাতনির দাদু টনি এখন ধীরে ধীরে হাঁটতে রাকেন, দোকানেও যান। তবে স্মৃতির কিছু সমস্যা রয়ে গেছে।
আশা করা যায়, প্রিয় দলের খেলা দেখতে কিছুদিনের মধ্যে মাঠেও পৌঁছে যাবেন টনি কেম্প।]]>
খবরের সব আপডেট পড়ুন খবর অনলাইনে। লাইক করুন আমাদের ফেসবুক পেজ। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল।