france-nations

ওয়েবডেস্ক: বিশ্বকাপ ফাইনালে জয়ের পর ফের জয়ের মুখ দেখল ফ্রান্স। উয়েফা নেশনস লিগের দ্বিতীয় ম্যাচে জয় পেল তারা। প্রথম ম্যাচে জার্মানির বিরুদ্ধে গোলশূন্য ড্রয়ের পর ঘরের মাঠে নেদারল্যান্ডসকে হারাল লেস ব্লুজরা। এদিন শুরু থেকেই চাপ বাড়াতে থাকে ফরাসিরা। প্রথমার্ধ প্রায় পুরোটাই ফ্রান্স। যার ফল ম্যাচের ১৪ মিনিটে বিশ্বকাপের সেরা তরুণ খেলোয়াড় এমবাপের গোলে লিড ফ্রান্সের। প্রথমার্ধে সুযোগ আসলেও ব্যবধান অবশ্য বাড়েনি।

তবে দ্বিতীয়ার্ধে খোলস ছেড়ে বেড়িয়ে আসে নেদারল্যান্ডস। যার ফল ৬৭ মিনিটে তাদের হয়ে সমতা ফেরান বাবেল। এই সময় কিছুটা আক্রমণ প্রতিআক্রমণে জমে ওঠে ম্যাচ। অবশ্য বেশিক্ষণ স্থায়ী হয়নি নেদারল্যান্ডসের কামব্যাক। মিনিট সাতেকের মধ্যেই ফ্রান্সের হয়ে জয়সুচক গোল অলিভার জিরুর।

উত্তর দিন

আপনার মন্তব্য দিন !
আপনার নাম লিখুন