Homeখেলাধুলোফুটবলইউরো কাপ ২০২৪: ম্যাচ গোলশূন্য, গ্রুপ ডি-র শীর্ষে থাকল ফ্রান্স ও নেদারল্যান্ডস

ইউরো কাপ ২০২৪: ম্যাচ গোলশূন্য, গ্রুপ ডি-র শীর্ষে থাকল ফ্রান্স ও নেদারল্যান্ডস

প্রকাশিত

ফ্রান্স: ০ নেদারল্যান্ডস: ০

খবর অনলাইন ডেস্ক: এবারের ইউরো কাপের প্রথম ম্যাচ গোলশূন্য ভাবে শেষ হল। শুক্রবার লাইপৎসিগ স্টেডিয়ামে আয়োজিত ফ্রান্স বনাম নেদারল্যান্ডস ম্যাচে কোনো পক্ষই কোনো গোল করতে পারেনি। নেদারল্যান্ডসের জাভি সাইমনস গোল করছিলেন, তবে তা অফসাইডের জন্য বাতিল হয়।

গ্রুপ ডি-র অবস্থা

ফ্রান্স বনাম নেদারল্যান্ডস ম্যাচের পর গ্রুপ ‘ডি’-র প্রতিটি দলেরই ২টি করে খেলা হয়ে গেল। ফ্রান্স এবং নেদারল্যান্ডস, উভয়েই ২টি করে ম্যাচ খেলে ৪ পয়েন্ট করে সংগ্রহ করেছে। ২টি ম্যাচ থেকে অস্ট্রিয়ার সংগ্রহ ৩ পয়েন্ট এবং পোল্যান্ডের ঝুলিতে কোনো পয়েন্ট নেই। মঙ্গলবার গ্রুপের চূড়ান্ত খেলা। সে দিন ফ্রান্স মুখোমুখি হবে পোল্যান্ডের এবং নেদারল্যান্ডসের খেলা অস্ট্রিয়ার সঙ্গে।

রিজার্ভ বেঞ্চে এমবাপ্পে  

ফ্রান্সের তারকা খেলোয়াড় কিলিয়ান এমবাপ্পে সারাক্ষণ রিজার্ভ বেঞ্চে বসে থাকলেন। গত সোমবার অস্ট্রিয়ার বিরুদ্ধে খেলায় কেভিন দানসোর সঙ্গে সংঘর্ষ হওয়ার পরে তিনি নাকে আঘাত পান। রক্তারক্তি কাণ্ড হয়। এমবাপ্পে ভালোই চোট পান। সেই থেকে তাঁকে নিয়ে চিন্তায় ফ্রান্স। ডাক্তাররা জানিয়েছেন, অস্ত্রোপচারের প্রয়োজন নেই। তবে পুরো টুর্নামেন্ট তাঁকে মাস্ক পরে থাকতে হবে।

এমবাপ্পেকে বিশ্রামে রেখে ফ্রান্সের কোচ দিদিয়ার দেসচ্যাম্প এ দিন অরলিয়েঁ চাউমেনিকে খেলান। দলে শুধু একটাই পরিবর্তন করা হয়।

সব চেষ্টাই ব্যর্থ

এ দিন দু’ পক্ষই গোল করার সুযোগ পেয়েছিল, কিন্তু কাজের কাজ হয়নি। ম্যাচ শুরু হওয়ার সঙ্গে সঙ্গেই নেদারল্যান্ডস গোল করার সুযোগ পায়। বল পেয়ে ডিপে অনেকটা দৌড়ে যান এবং থ্রু বাড়ান ফ্রিমপং-কে। ফ্রিমপং কিছুটা দৌড়ে গিয়ে ডান দিক থেকে যে শট নেন, ফ্রান্সের গোলকিপার তা কর্নারের বিনিময়ে বাঁচান।

ম্যাচের ১৪ মিনিটে গোল করার সুযোগ পায় ফ্রান্স। বক্সের মধ্যে বল পেয়ে গোল করার যথেষ্ট সময় পেয়েছিলেন রাবিয়ত। কিন্তু তা না করে তিনি বল পাস করে দেন গ্রিজমানকে। কিন্তু গ্রিজমান এই অপ্রত্যাশিত পাসের জন্য প্রস্তুত ছিলেন না। তিনি বল মিস করেন। বল চলে যায় কান্তের কাছে। কান্তে স্কোয়ার পাস বাড়ান গ্রিজমানকে। কিন্তু গ্রিজমানের শট লক্ষ্যভ্রষ্ট হয়।

দ্বিতীয়ার্ধে ৬৫ মিনিটে সুবর্ণ সুযোগ মিস করে ফ্রান্স। মাঝমাঠ থেকে উঠে এসে চাউমেনি পাস বাড়ান থুরামকে। থুরাম ব্যাকহিল করে বল দেন ডেমবেলেকে। ডেমবেলে বল দেন কান্তেকে, কান্তে পাস বাড়ান গ্রিজমানকে। নেদারল্যান্ডসের গোল থেকে কয়েক ফুট আগে ফাঁকায় ছিলেন গ্রিজমান। কিন্তু তিনি যে শট নেন তা বাঁচিয়ে দেন নেদারল্যান্ডসের গোলকিপার ভারব্রুগেন।

৪ মিনিট পরেই গোল করে বসেন যান নেদারল্যান্ডসের জাভি সাইমনস। কিন্তু ফ্রান্সের গোলকিপারকে ব্লক করে ডামফ্রিস অফসাইডে ছিলেন। তাই রেফারি গোল বাতিল করেন। শেষ পর্যন্ত গোলশূন্য ভাবেই শেষ হয় এই ম্যাচ।

আরও পড়ুন   

ইউরো কাপ ২০২৪: পোল্যান্ডকে ৩-১ গোলে হারিয়ে শেষ ১৬-য় যাওয়ার আশা উজ্জ্বল হল অস্ট্রিয়ার

Advertisements
Claim Your Gift Card Now
- Advertisement -Claim Your Gift Card Now

সাম্প্রতিকতম

সাউথ আফ্রিকা-ভারত টি২০: আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম ৫ উইকেট বরুণ চক্রবর্তীর, তবু হার সূর্যকুমারদের

ভারত: ১২৪-৬ (হার্দিক পাণ্ড্য ৩৯ নট আউট, আইডেন মার্করাম ১-৪) সাউথ আফ্রিকা: ১২৮-৭ (ট্রিস্টান স্টাবস...

খুব কষে কোমরে পোশাকের দড়ি বাঁধছেন? মারণ রোগকে ডেকে আনছেন না তো?

অনেকেরই অভ্যাস থাকে সায়া, সালওয়ার বা পাজামার দড়ি খুব টাইট করে বা কষে কোমরে...

অভিন্ন ব্যাঙ্ক অ্যাকাউন্ট ব্যবহার করেই ইউপিআই পেমেন্ট, একই পরিবারের সদস্যদের জন্য এই সুবিধা  

এ বার থেকে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ছাড়াই ব্যবহার করা যাবে অনলাইন ইউপিআই পরিষেবা। দেশের বহু...

নির্মাণ কাজের জন্য সংক্ষিপ্ত হল গ্রিন লাইন ২-এর মেট্রো চলাচল, যাত্রীদের ভোগান্তির আশঙ্কা

কলকাতা মেট্রোর গ্রিন লাইন ২-র রুট নির্মাণ কাজের কারণে হাওড়া ময়দান থেকে মহাকরণ পর্যন্ত সীমিত করা হয়েছে। এসপ্ল্যানেড পর্যন্ত মেট্রো বন্ধ থাকায় যাত্রীদের অসুবিধার সম্ভাবনা রয়েছে।

আরও পড়ুন

আইএসএল ২০২৪-২৫: মহমেডানের বিরুদ্ধে ৯ জনের ইস্টবেঙ্গল গোলশূন্য ড্র করে প্রথম পয়েন্ট ঘরে তুলল  

কলকাতা: অবশেষে পয়েন্টের খাতা খুলল ইস্টবেঙ্গল এফসি। এ বারের আইএসএল-এ সপ্তম ম্যাচে তারা পেল...

এএফসি চ্যালেঞ্জ লিগের কোয়ার্টার ফাইনালে ইস্টবেঙ্গল, মোহনবাগানের কী অবস্থা?

খবর অনলাইন ডেস্ক: এ বারের আইএসএল-এ খুব করুণ অবস্থা ইস্টবেঙ্গলের। এখনও পর্যন্ত ৬টা ম্যাচ...

লেবাননের নেজমেহকে ৩-২ গোলে হারিয়ে এএফসি চ্যালেঞ্জ লিগের নকআউটে গেল ইস্টবেঙ্গল  

থিম্পু (ভুটান): এগারো বছর পর এএফসি চ্যালেঞ্জ লিগের নকআউটে গেল ইস্টবেঙ্গল এফসি। শুক্রবার গ্রুপ...
কেন লক্ষ্মীর পাঁচালি পাঠ করা হয় রতন টাটার সেরা উক্তি যা আপনাকে অনুপ্রাণিত করবে