সুইৎজারল্যান্ড: ১ (ড্যান নডয়ে) জার্মানি: ১ (নিক্লাস ফুলক্রুগ)
খবর অনলাইন ডেস্ক: এবারের ইউরো কাপের গ্রুপ ‘এ’-র খেলায় সুইৎজারল্যান্ডের বিরুদ্ধে অতিরিক্ত সময়ের গোলে সমতা ফিরিয়ে শেষ ১৬-য় চলে গেল জার্মানি। ৩টি ম্যাচের মধ্যে ২টিতে জিতে এবং ১টি ম্যাচ ড্র করে তাদের সংগ্রহ করল ৭ পয়েন্ট। গ্রুপ থেকে দ্বিতীয় দল হিসাবে শেষ ১৬-য় গেল সুইৎজারল্যান্ড। ৩টি ম্যাচে তাদের সংগ্রহ ৫ পয়েন্ট।
রবিবার ফ্রাঙ্কফুর্ট আরেনায় আয়োজিত ম্যাচে প্রথমার্ধের ২৮ মিনিটে গোল করে এগিয়ে যায় সুইৎজারল্যান্ড। নির্ধারিত ৯০ মিনিটের পর অতিরিক্ত সময়ের ২ মিনিটে ম্যাচে সমতা ফেরায় জার্মানি।
প্রথমার্ধে ১-০ গোলে এগিয়ে সুইৎজারল্যান্ড
ম্যাচের ২ মিনিটেই আক্রমণে ঝাঁপিয়ে পড়ে জার্মানি। সুইস বক্সের মধ্যে থাকা গুন্দোগানকে পাস বাড়ান মুসিয়ালা। কর্নারের বিনিময়ে জার্মানির প্রচেষ্টা প্রতিহত করে সুইস ডিফেন্স। কর্নার কিক থেকে গোল বাঁচিয়ে দেন সুইস গোলকিপার সোমার।
বলের ওপর দখলদারি বেশি ছিল জার্মানির। আর সুইৎজারল্যান্ড নির্ভর করছিল প্রতি-আক্রমণের ওপর। ১০ মিনিটে গোল করার সুযোগ পায় সুইসরা। কিন্তু সেই সুযোগ কাজে লাগাতে পারেননি ড্যান নডয়ে। সেই নডয়েই অবশ্য ম্যাচের ২৮ মিনিটে গোল করে সুইৎজারল্যান্ডকে ১-০ গোলে এগিয়ে দেন। সুইৎজারল্যান্ডের রিডার পাস বাড়ান ফ্রয়লারকে। ফ্রয়লার বাঁদিক থেকে বেশ কিছুটা এগিয়ে বল দেন নডয়েকে। নডয়ে আলতো টোকায় বল ঢুকিয়ে দেন জার্মানির গোলে। এটি নডয়ের প্রথম আন্তর্জাতিক গোল।
তার আগে অবশ্য জার্মানির একটি গোল বাতিল হয়। ম্যাচের ১৭ মিনিটে ফ্লোরিয়ান ভির্ৎজ পাস বাড়ান আন্দ্রিখকে। আন্দ্রিখ বক্সের বাইরে থেকে শট নিয়ে বল জড়িয়ে দেন সুইস জালে। জার্মানরা উৎসব শুরু করে দিয়েছিল, কিন্তু ভার-এর (ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি) সিদ্ধান্তে সেই গোল বাতিল হয়।
অতিরিক্ত সময়ে গোল শোধ
দ্বিতীয়ার্ধে জার্মানি আপ্রাণ চেষ্টা চালাতে থাকে গোল শোধের। ৫১ মিনিটে ভির্ৎজ নিখুঁত থ্রু বাড়ান মুসিয়ালাকে। কিন্তু মুসিয়ালার শট বাঁচিয়ে দেন সুইস গোলকিপার সোমার। ৩ মিনিট পরে আবার চেষ্টা। বাঁদিক থেকে আক্রমণ চালায় জার্মানি। মুসিয়ালা পাস বাড়ান আন্দ্রিখকে। মাঝমাঠ থেকে আন্দ্রিখ থ্রু পাঠান টোনি ক্রুসের কাছে। ক্রুস দুর্দান্ত শট নেন, কিন্তু তা অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হয়।
ইতিমধ্যে ম্যাচের ৮২ মিনিটে আর-একটি গোল করে ফেলেছিল সুইৎজারল্যান্ড। তাদের পরিবর্ত খেলোয়াড় ভার্গাসের শট জার্মানির গোলকিপার মানুয়েল নয়ারের পাশ দিয়ে গোলে ঢুকে যায়। ভার (ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি) পরীক্ষায় জানা যায় ভার্গাস অফসাইড ছিলেন।
শেষকালে জার্মানির কাঙ্ক্ষিত মুহূর্তটি আসে অতিরিক্ত সময়ের ২ মিনিটে। নিক্লাস ফুলক্রুগকে লক্ষ্য করে ক্রস বাড়ান রাউম। সুইস রক্ষণভাগকে এড়িয়ে ফুলক্রুগ যে হেড করেন তা সুইৎজারল্যান্ডের জালে জড়িয়ে যায়।
শেষ ১৬-য় থাকবেন না জার্মানির জোনাথন তা
সুইৎজারল্যান্ডের ব্রিল এমবোলোকে বিশ্রী ভাবে ফাউল করার জন্য হলুদ কার্ড দেখেন জার্মানির জোনাথন তা। স্কটল্যান্ডের বিরুদ্ধে প্রথম ম্যাচেও তা হলুদ কার্ড দেখেছিলেন। দুটি হলুদ কার্ড দেখার জন্য ‘রাউন্ড অফ ১৬’-য় খেলতে পারবেন না জোনাথন তা।
আরও পড়ুন
ইউরো কাপ ২০২৪: ইউরো-ইতিহাসে তৃতীয় দ্রুততম গোল, রোমানিয়াকে ২-০ গোলে হারাল বেলজিয়াম