Homeখেলাধুলোফুটবলইউরো কাপ ২০২৪: ম্যাচ অমীমাংসিত রেখে শেষ ১৬-য় চলে গেল জার্মানি, সুইৎজারল্যান্ড...

ইউরো কাপ ২০২৪: ম্যাচ অমীমাংসিত রেখে শেষ ১৬-য় চলে গেল জার্মানি, সুইৎজারল্যান্ড  

প্রকাশিত

সুইৎজারল্যান্ড: ১ (ড্যান নডয়ে) জার্মানি: ১ (নিক্লাস ফুলক্রুগ)

খবর অনলাইন ডেস্ক: এবারের ইউরো কাপের গ্রুপ ‘এ’-র খেলায় সুইৎজারল্যান্ডের বিরুদ্ধে অতিরিক্ত সময়ের গোলে সমতা ফিরিয়ে শেষ ১৬-য় চলে গেল জার্মানি। ৩টি ম্যাচের মধ্যে ২টিতে জিতে এবং ১টি ম্যাচ ড্র করে তাদের সংগ্রহ করল ৭ পয়েন্ট। গ্রুপ থেকে দ্বিতীয় দল হিসাবে শেষ ১৬-য় গেল সুইৎজারল্যান্ড। ৩টি ম্যাচে তাদের সংগ্রহ ৫ পয়েন্ট।

রবিবার ফ্রাঙ্কফুর্ট আরেনায় আয়োজিত ম্যাচে প্রথমার্ধের ২৮ মিনিটে গোল করে এগিয়ে যায় সুইৎজারল্যান্ড। নির্ধারিত ৯০ মিনিটের পর অতিরিক্ত সময়ের ২ মিনিটে ম্যাচে সমতা ফেরায় জার্মানি।

প্রথমার্ধে ১-০ গোলে এগিয়ে সুইৎজারল্যান্ড

ম্যাচের ২ মিনিটেই আক্রমণে ঝাঁপিয়ে পড়ে জার্মানি। সুইস বক্সের মধ্যে থাকা গুন্দোগানকে পাস বাড়ান মুসিয়ালা। কর্নারের বিনিময়ে জার্মানির প্রচেষ্টা প্রতিহত করে সুইস ডিফেন্স। কর্নার কিক থেকে গোল বাঁচিয়ে দেন সুইস গোলকিপার সোমার।

বলের ওপর দখলদারি বেশি ছিল জার্মানির। আর সুইৎজারল্যান্ড নির্ভর করছিল প্রতি-আক্রমণের ওপর। ১০ মিনিটে গোল করার সুযোগ পায় সুইসরা। কিন্তু সেই সুযোগ কাজে লাগাতে পারেননি ড্যান নডয়ে। সেই নডয়েই অবশ্য ম্যাচের ২৮ মিনিটে গোল করে সুইৎজারল্যান্ডকে ১-০ গোলে এগিয়ে দেন। সুইৎজারল্যান্ডের রিডার পাস বাড়ান ফ্রয়লারকে। ফ্রয়লার বাঁদিক থেকে বেশ কিছুটা এগিয়ে বল দেন নডয়েকে। নডয়ে আলতো টোকায় বল ঢুকিয়ে দেন জার্মানির গোলে। এটি নডয়ের প্রথম আন্তর্জাতিক গোল।  

তার আগে অবশ্য জার্মানির একটি গোল বাতিল হয়। ম্যাচের ১৭ মিনিটে ফ্লোরিয়ান ভির্ৎজ পাস বাড়ান আন্দ্রিখকে। আন্দ্রিখ বক্সের বাইরে থেকে শট নিয়ে বল জড়িয়ে দেন সুইস জালে। জার্মানরা উৎসব শুরু করে দিয়েছিল, কিন্তু ভার-এর (ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি) সিদ্ধান্তে সেই গোল বাতিল হয়।

শেষ ১৬-য় যাওয়ার উৎসব একসঙ্গে দুই দলের। UEFA EURO 2024 ‘X’ handle থেকে নেওয়া।

অতিরিক্ত সময়ে গোল শোধ  

দ্বিতীয়ার্ধে জার্মানি আপ্রাণ চেষ্টা চালাতে থাকে গোল শোধের। ৫১ মিনিটে ভির্ৎজ নিখুঁত থ্রু বাড়ান মুসিয়ালাকে। কিন্তু মুসিয়ালার শট বাঁচিয়ে দেন সুইস গোলকিপার সোমার। ৩ মিনিট পরে আবার চেষ্টা। বাঁদিক থেকে আক্রমণ চালায় জার্মানি। মুসিয়ালা পাস বাড়ান আন্দ্রিখকে। মাঝমাঠ থেকে আন্দ্রিখ থ্রু পাঠান টোনি ক্রুসের কাছে। ক্রুস দুর্দান্ত শট নেন, কিন্তু তা অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হয়।

ইতিমধ্যে ম্যাচের ৮২ মিনিটে আর-একটি গোল করে ফেলেছিল সুইৎজারল্যান্ড। তাদের পরিবর্ত খেলোয়াড় ভার্গাসের শট জার্মানির গোলকিপার মানুয়েল নয়ারের পাশ দিয়ে গোলে ঢুকে যায়। ভার (ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি) পরীক্ষায় জানা যায় ভার্গাস অফসাইড ছিলেন।

শেষকালে জার্মানির কাঙ্ক্ষিত মুহূর্তটি আসে অতিরিক্ত সময়ের ২ মিনিটে। নিক্লাস ফুলক্রুগকে লক্ষ্য করে ক্রস বাড়ান রাউম। সুইস রক্ষণভাগকে এড়িয়ে ফুলক্রুগ যে হেড করেন তা সুইৎজারল্যান্ডের জালে জড়িয়ে যায়।

শেষ ১৬-য় থাকবেন না জার্মানির জোনাথন তা

সুইৎজারল্যান্ডের ব্রিল এমবোলোকে বিশ্রী ভাবে ফাউল করার জন্য হলুদ কার্ড দেখেন জার্মানির জোনাথন তা। স্কটল্যান্ডের বিরুদ্ধে প্রথম ম্যাচেও তা হলুদ কার্ড দেখেছিলেন। দুটি হলুদ কার্ড দেখার জন্য ‘রাউন্ড অফ ১৬’-য় খেলতে পারবেন না জোনাথন তা।   

আরও পড়ুন

ইউরো কাপ ২০২৪: ইউরো-ইতিহাসে তৃতীয় দ্রুততম গোল, রোমানিয়াকে ২-০ গোলে হারাল বেলজিয়াম                  

সাম্প্রতিকতম

কেন ‘লাইভ স্ট্রিমিং’-জটে বারবার ভেস্তে যাচ্ছে বৈঠক?

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই পরিস্থিতিতে হতাশা প্রকাশ করেছেন। তিনি বলেন, “ এত অসম্মান কেন করছেন আপনারা? এর আগে নবান্নেও দুদিন অপেক্ষা করেছি। আজও দুঘণ্টা অপেক্ষা করছি।” এর পর কার্যত কাতর সুরে প্রশ্ন, “এটুকু সম্মানও দেবে না।”

নিম্নচাপের প্রভাবে কলকাতায় দিনভর বৃষ্টির পূর্বাভাস, পশ্চিমের জেলাগুলিতেও অতি ভারী বৃষ্টির সর্তকতা

বঙ্গোপসাগরের অতি গভীর নিম্নচাপটি ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হয়েছে। কলকাতা সহ পশ্চিমবঙ্গে ঝড়ো হাওয়া ও বৃষ্টির সম্ভাবনা। পশ্চিমের জেলাগুলিতে আগামী ২৪-৩৬ ঘণ্টায় অতি ভারী বৃষ্টির সতর্কতা।

আরজি করে চিকিৎসক খুন ও ধর্ষণ মামলাতেও সিবিআই-এর হাতে গ্রেফতার সন্দীপ, ধৃত টালা থানার প্রাক্তন ওসিও

আরজি কর মেডিক্যাল কলেজে চিকিৎসকের ধর্ষণ ও খুনের ঘটনায় প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ এবং টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডলকে গ্রেফতার করল সিবিআই। এই ঘটনায় নতুন করে তদন্তের গতি আসছে।

ভরদুপুরে এসএন ব্যানার্জি রোডে বিস্ফোরণ, আহত ১, তদন্তে বম্ব স্কোয়াড ও পুলিশ

কলকাতা: শনিবার দুপুরে কলকাতার তালতলা থানা এলাকায় একটি প্রবল বিস্ফোরণের ঘটনা ঘটে, যার ফলে...

আরও পড়ুন

আইএসএল: একেবারে শেষ মুহূর্তে গোল খেয়ে মুম্বইয়ের সঙ্গে পয়েন্ট ভাগাভাগি করে নিল মোহনবাগান

মোহনবাগান: ২ (তিরি – আত্মঘাতী, আলবের্তো রদরিগুয়েজ) মুম্বই সিটি এফসি: ২ (তিরি, থায়ের ক্রৌমা)   খবর...

আইএসএল: এবারে রয়েছে মহমেডান স্পোর্টিংও, প্রতিযোগিতা শুরু শুক্রবার

খবর অনলাইন ডেস্ক: এবারের আইএসএল-এ (ইন্ডিয়ান সুপার লিগ) প্রতিযোগী দলের সংখ্যা দাঁড়িয়েছে ১৩-তে। কলকাতা...

ডুরান্ড কাপ ২০২৪: গুরমিতের হাতের গুণে টাইব্রেকারে মোহনবাগানকে হারিয়ে ট্রফি জিতে নিল নর্থইস্ট ইউনাইটেড

মোহনবাগান এসজি: ২ (কামিংস, সাহাল)নর্থইস্ট ইউনাইটেড: ২ (আজারাই, গিলেরমো)(টাইব্রেকারে ৪-৩ গোলে জয়ী নর্থইস্ট) কলকাতা: বারবার...
ইন্টারভিউয়ে কীরকম শরীরী ভঙ্গিমা থাকা উচিত বাড়তি মেদ ঝরানোর নয়া ট্রেন্ড ‘ওয়াটার ফাস্টিং’ কী?