ওয়েবডেস্ক: কৌতুককে রীতিমত টেক্কা দিতে পারে এই ঘটনা। গত সপ্তাহে ইথিওপিয়া লিগে মুখোমুখি হয়েছিল, ওয়েলওয়ালো আদিগ্রাট ইউনিভার্সিটি এবং ফাসিল কেনেমা। যখন মনে হচ্ছিল খেলাটি অমীমাংসিত ভাবে শেষ হবে সেই সময় ঘটে যায় এক অবাক করার মত ঘটনা।
কেনেমার তৈরি করা একটি আক্রমণ বাঁচিয়ে দেন আদিগ্রাট গোলকিপার। সেই বলে তিনি যখন ফের খেলাটি শুরু করতে যান , তখন দলের খেলোয়াড়দের না দিয়ে নিজের গোলের মধ্যেই ঢুকিয়ে দেন সেই বল। ফলে নিয়ম অনুযায়ী আত্মঘাতী গোলে এগিয়ে যায় কেনেমা। তবে এখানেই শেষ নয়, রয়েছে আরও কাণ্ড। গোলে বল ঢোকানোর ঘটনাটি রীতিমতো অস্বীকার করতে থাকেন তিনি। কিছুতেই মানতে চান না। তবে রেফারি, লাইন্সম্যান, দর্শক এবং সর্বশেষ ক্যামেরার চোখে ধরা পরে যায় সেই দৃশ্য। যা এখন রীতিমতো ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।
খবরের সব আপডেট পড়ুন খবর অনলাইনে। লাইক করুন আমাদের ফেসবুক পেজ। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল।