guardiola

ওয়েবডেস্ক: সদ্য শেষ হওয়া মরশুমে ম্যানচেস্টার সিটিকে ট্রেবেল দিয়েছেন কোচ পেপ গুয়ারদিওলা। অর্থাৎ ঘরোয়া লিগে তিনটি ট্রফি জিতেছে সিটি।

সেই পরিপ্রেক্ষিতে ইতালিয়ান সংবাদ মাধ্যমে শোনা যাচ্ছিল সিটির দায়িত্ব ছেড়ে রোনাল্ডোর দল জুভেন্তাসের দায়িত্ব নেবেন গুরাদিওলা। কারণ বর্তমান জুভে কোচ ম্যাসিলিমিয়ানো আলেগ্রি জানিয়েছেন, তিনি আগামী বছর কোচ থাকবেন না।

রিপোর্ট অনুযায়ী, গুয়ারদিলার সঙ্গে না কি কথাও হয় জুভেন্তাসের। তবে সেই খবর নস্যাৎ করে দিল সিটি। দলের ফুটবল গ্রুপ এগজিকিউটিভ আলবার্তো গালাসি স্কাই স্পোর্টস ইতালিয়াকে দেওয়া সাক্ষাৎকারে জানান, “ম্যানসিটির একজন বোর্ড মেম্বার হিসাবে এমন বাজে খবর শোনার পর কিছুটা অবাক হয়ে গিয়েছিলাম। প্রথমত আমাদের কোচ পেপ থাকতে চায় এবং দু’বছরের চুক্তিও আছে। দ্বিতীয়ত, জুভেন্তাসের মতো ক্লাব কখনোই এমন খবর প্রকাশ করবে না”।

তিনি আরও বলেন, “গুয়ারদিওলা খুব পেশাদার। বিশ্বাসও হচ্ছে না ওর মন্তব্য শোনা হয়নি। পেপ সিটি ছাড়তেই চায় না। জুভেন্তাসের সমর্থকদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। ওদের অন্য কোনো কোচ খুঁজতে হবে। পেপকে এই মুহূর্তে ছুটি কাটাতে দিন”।

একটি উত্তর ত্যাগ

Please enter your comment!
Please enter your name here