হাঙ্গেরি: ১ (কেভিন সোবোথ) স্কটল্যান্ড: ০
খবর অনলাইন ডেস্ক: এবারের ইউরো কাপের গ্রুপ ‘এ’-তে হাঙ্গেরি তাদের শেষ খেলায় জয় পেল। স্কটল্যান্ডকে তারা ১-০ গোলে হারাল। গ্রুপ ‘এ’-র প্রথম দুটি স্থান জার্মানি আর সুইৎজারল্যান্ড দখল করে শেষ ১৬-য় চলে গেল। গ্রুপের তৃতীয় দল হিসাবে হাঙ্গেরি যাবে কি না তা বোঝা যাবে গ্রুপ লিগের খেলা শেষ হওয়ার পর। কারণ ফরম্যাট অনুযায়ী ছ’টি গ্রুপ থেকে তৃতীয় স্থানাধিকারী ৪টি দল শেষ ১৬-য় জায়গা পাবে।
রবিবার স্টুটগার্টের স্টুটগার্ট আরেনায় আয়োজিত এই ম্যাচে নির্ধারিত ৯০ মিনিট সময়ে খেলা গোলশূন্য থাকে। দু’ পক্ষই সমানে সমানে লড়েছে, কিন্তু গোলের রাস্তা খুলতে পারেনি। শেষ পর্যন্ত অতিরিক্ত সময়ের ১০ মিনিটে জয়সূচক গোল করে হাঙ্গেরি। গোলটি করেন পরিবর্ত খেলোয়াড় কেভিন সোবোথ।
সংঘর্ষে জখম হাঙ্গেরির বার্নাবাস ভার্গা
তবে অতিরিক্ত সময়ে গোল করে জেতার এই ম্যাচের আর-একটি গুরুত্বপূর্ণ খবর হল স্কটল্যান্ডের গোলকিপার আঙ্গাস গুনের সঙ্গে সংঘর্ষে হাঙ্গেরির ফরোয়ার্ড বার্নাবাস ভার্গার আহত হওয়া। ম্যাচের ৬৯ মিনিটে হাঙ্গেরির দোমিনিক সোবোৎসলাইয়ের ফ্রি-কিক পাঞ্চ করে বার করে দেওয়ার জন্য গুন তাঁর গোল ছেড়ে বেরিয়ে আসেন। তখনই সংঘর্ষ ঘটে ভার্গার সঙ্গে। ভার্গা পড়ে যান। জায়গাটা কাপড় দিয়ে ঘিরে মাঠেই তাঁর প্রাথমিক চিকিৎসা হয়। কিন্তু তার পর স্ট্রেচারে করে ভার্গাকে মাঠের বাইরে নিয়ে যাওয়া হয়।
তবে ভার-এর (ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি) পরীক্ষার পর এই সিদ্ধান্ত হয়, এই ঘটনার জন্য হাঙ্গেরিকে কোনো পেনাল্টি দেওয়া হবে না।
আর ইতিহাস গড়তে পারল না। তারা আশায় ছিল এই প্রথম হয়তো তারা ইউরোপীয় চ্যাম্পিয়নশিপের নক আউট পর্যায়ে খেলতে পারবে। কিন্তু গ্রুপ স্টেজে ৩টি ম্যাচ থেকে ১টি মাত্র পয়েন্ট সংগ্রহ করে তারা বিদায় নিল।
আরও পড়ুন
ইউরো কাপ ২০২৪: ম্যাচ অমীমাংসিত রেখে শেষ ১৬-য় চলে গেল জার্মানি, সুইৎজারল্যান্ড