i-league

ওয়েবডেস্ক : আইলিগ নিয়ে ফেডারেশনের গড়িমসি চোখে পড়ার মতো। আইএসএল নিয়ে যতটা উদ্যোগ চোখে পড়েছে তার ছিঁটেফোঁটাও নেই খাতায় কলমে দেশের এক নম্বর এই টুর্নামেন্টকে নিয়ে।

আইএসএল শুরুর অন্তত তিন মাস আগে প্রকাশিত হয়েছে ক্রীড়াসূচি। জোর কদমে প্রচারও চলছে। অথচ আইলিগের ক্রীড়াসূচি এখনও ক্লাবগুলোকে ধরাতেই পারেনি ফেডারেশন।

সম্ভবত আগামী বুধবার সম্প্রচার সংস্থা ফেডারেশনকে চূড়ান্ত সূচি জানাবে। তার পরই ক্লাবগুলোকে আইলিগের সূচি পাঠাবে ফেডারেশন। সূত্রের খবর, আগামী ২৫ নভেম্বর থেকে আইলিগ শুরু হওয়ার সম্ভাবনা বেশি। টুর্নামেন্টের প্রথম দিন মাঠে নামার কথা গত বারের চ্যাম্পিয়ন আইজলের।

আরও পড়ুন : বাগানের অনুশীলনে কবে যোগ দেবেন ক্রোমা? কেউ জানে না 

সম্ভবত আইলিগের প্রথম ডার্বি হতে পারে বড়োদিনের আগেই। ১৬ অথবা ১৭ ডিসেম্বর হতে পারে ডার্বি। আইলিগের প্রথম ডার্বির আয়োজক সম্ভবত মোহনবাগান। ইস্টবেঙ্গল-মোহনবাগানের প্রথম ম্যাচটা অ্যাওয়ে ম্যাচ হওয়ার কথা।

আইলিগের ট্রফি উন্মোচন অনুষ্ঠান হবে ২১ নভেম্বর। এই অনষ্ঠানে উপস্থিত থাকবেন সমস্ত ক্লাবের কোচ এবং অভিভাবকরা।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here