chhterifinal

ওয়েবডেস্ক: বৃহস্পতিবার কন্টিনেন্টাল কাপের শেষ ম্যাচে হেরে গিয়েছে ভারতীয় ফুটবল দল। উপযুক্ত দল হিসাবেই ম্যাচ জিতেছে ২০১০ বিশ্বকাপে খেলা নিউজিল্যান্ড। ভারত হারলেও তাদের লড়াইকে কিন্তু কুর্নিশ জানাতেই হবে। সৌজন্যে ভারত অধিনায়ক সুনীল ছেত্রি। এই ম্যাচেও নিজের নামের প্রতি সুবিচার করলেন তিনি। প্রথম দুই ম্যাচে গোল পাওয়ার পর এই ম্যাচেও যা অব্যাহত। দ্বিতীয়ার্ধে তাঁর গোলেই ম্যাচে লিড নেয় ভারত। তবে শেষমেশ কিছুটা অনভিজ্ঞতার কারণে ম্যাচে হার জেজে, সন্দেশদের। পরিস্থিতি যা শুক্রবারের কেনিয়া এবং চিনা তাইপেই ম্যাচের দিকে ঝুলে ভারতের ফাইনাল খেলার স্বপ্ন। অবশ্য কেনিয়াকে বড়ো ব্যবধানে জিততে হবে ফাইনালে যেতে হলে। হেড টু হেডেও ভারত হারিয়েছে কেনিয়াকে।

তবে এই ম্যাচে এক অনভিপ্রেত রেকর্ডের সম্মুখীন হল ভারত এবং সুনীল নিজেও। ২০১৫ সালের পর প্রথমবার সুনীল ছেত্রির প্রথম এগারোয় উপস্থিতিতে ম্যাচ হারাল তাঁরা। সেই ম্যাচটি ছিল ওমানের সঙ্গে বিশ্বকাপ যোগ্যতা অর্জন পর্বে।

আরও পড়ুন: শততম ম্যাচে জোড়া গোল করে ব্লু টাইগারদের গর্জন শোনালেন সুনীল

এ দিনের গোলের পর টুর্নামেন্টে সুনীলের গোলের সংখ্যা দাঁড়াল ছয়। শেষ পাঁচটি ম্যাচ মিলিয়ে যা আটটি।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here