ifa

ওয়েবডেস্ক:কলকাতা লিগের নীচের ডিভিশনের গড়াপেটার নমুনা তুলে এনে গত মরশুমেই চাঞ্চল্য সৃষ্টি করেছিল এই স্কটিশ সংস্থা। তারপর জানা গেছিল ফিফার নির্দেশেই এই নজরদারি চালিয়েছিল তাঁরা। এবার ‘স্পোর্টর‍্যাডারের’ সঙ্গে সরাসরি চুক্তিবদ্ধ হল আইএফএ। এই সংস্থা সারা বিশ্বজুড়ে খেলার সঙ্গে জড়িয়ে থাকা বেটিং এবং ম্যাচ ফিক্সিংয়ের দিকগুলিকে চিহ্নিত করে।

আরও পড়ুন: ফের হার, আইএসএলে কলকাতা ক্রমশই ডুবছে

আগামী মরশুম থেকে কলকাতার প্রিমিয়ার লিগের সব ম্যাচে তাঁরা নজরদাড়ি চালাবে। আইএসএল, এশিয়ান ফুটবল কনফেডারেশন এবং ফিফার পর স্পোর্টর‍্যাডার গাঁটছড়া বাধল আইএফএর সঙ্গে। শুধু তাই নয়, গড়াপেটা চেনার জন্য আইএফএ-কে প্রশিক্ষণও দেবে তাঁরা।

আইএফএ সচিব উৎপল গাঙ্গুলি জানান, “আমরা গর্বিত স্পোর্টর‍্যাডারের সঙ্গে গাঁটছড়া বাঁধতে পেরে। ওরা সারা বিশ্ব জুড়ে ফুটবল নিয়ে কাজ করছে। ফুটবলে গড়াপেটার বিরুদ্ধে রুখে দাঁড়ানোই আমাদের লক্ষ্য”।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য দিন !
আপনার নাম লিখুন