খবর অনলাইন ডেস্ক: দু’ দশকের উজ্জ্বল ক্রীড়াজীবনে ইতি টেনে আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিলেন সুনীল ছেত্রী। কিন্তু অবসরের দিনটা তেমন সুখের হল না।
সুনীল যে দিন অবসরের কথা ঘোষণা করেন, সে দিন জানিয়েছিলেন ফিফা বিশ্বকাপ কোয়ালিফাইং পর্বে কুয়েতের বিরুদ্ধে ম্যাচটাই হবে তাঁর শেষ আন্তর্জাতিক ফুটবল ম্যাচ। বৃহস্পতিবার কলকাতার বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে আয়োজিত সেই ম্যাচ গোলশূন্য ভাবে শেষ হল।
একটাও গোল হল না
প্রথমার্ধে গোল করার বেশ কিছু সুযোগ নষ্ট করে ভারত। সবচেয়ে সহজ সুযোগটা পেয়েছিলেন আনোয়ার আলি। ম্যাচের ১১ মিনিটে কর্নার পায় ভারত। কর্নার কিক নেন অনিরুদ্ধ থাপা। বল চলে যায় আনোয়ারের কাছে। আনোয়ার ফাঁকায় দাঁড়িয়েছিলেন। কেউ বাধা দেওয়ার ছিল না। তিনি গোল লক্ষ্য করে হেড করেন। কিন্তু তা লক্ষ্যভ্রষ্ট হয়। সহজ সুযোগ নষ্ট করেন আনোয়ার।
দ্বিতীয়ার্ধে খেলাটা পানসে হয়ে যায়। অচলাবস্থা ভাঙার তেমন কোনো জোরদার চেষ্টা কোনো পক্ষ থেকেই হয়নি। নির্ধারিত সময়ের ৯০ মিনিটের পর ৬ মিনিট অতিরিক্ত সময় খেলানো হয়। কিন্তু ফল একই থাকে, গোলশূন্য। ফিফা বিশ্বকাপ কোয়ালিফাইং পর্বের দ্বিতীয় রাউন্ডে ভারতের পরবর্তী তথা শেষ খেলা কাতারের সঙ্গে তাদের ঘরের মাঠে। ভারতকে আরও এগোতে হলে এই ম্যাচ জিততেই হবে।
নমস্কার করে বিদায় সুনীলের
এ দিনের ম্যাচ শেষে সুনীল ছেত্রী আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিলেন। স্টেডিয়ামে সমবেত দর্শকদের উদ্দেশে নমস্কার করে বিদায় নিলেন সুনীল। সাড়া স্টেডিয়ামে চিৎকার করে তাঁর নামে জয়ধ্বনি করল। চোখের জলে চাসলেন সুনীল।
আন্তর্জাতিক ফুটবলের আসরে ১৫১টা ম্যাচে সুনীল গোল করেছেন ৯৪টা। আন্তর্জাতিক ফুটবলে সর্বাধিক গোল করার নিরিখে তাঁর স্থান তৃতীয় – ক্রিশ্চিয়ানো রোনাল্ডো এবং লিওনেল মেসির পরেই।
আরও পড়ুন
অবসর নিলেন সুনীল ছেত্রী, ৬ জুন কলকাতায় ভারতের হয়ে শেষ আন্তর্জাতিক ম্যাচ