india

ভারত – ০                                   ইউএই – ২

ওয়েবডেস্ক: ফুটবলে এমন অনেক দিন থাকে যে দিন ভালো খেলেও গোল পাওয়া যায় না। অতঃপর ম্যাচে জয় পাওয়া যায় না। বৃহস্পতিবার এশিয়ান কাপের গ্রুপ পর্যায়ের দ্বিতীয় ম্যাচে কিন্তু তারই সম্মুখীন হল ভারতীয় ফুটবল দল। সারা ম্যাচে জুড়ে আধিপত্য। ‘উইনিং লাক’ সুনীলদের সঙ্গে থাকলে, সংযুক্ত আমিরশাহিকে গোলের মালাই পরাত ভারত। এ দিনের ম্যাচে জয় হয়তো পাননি ভারতীয় সমর্থকরা। তবে দলের এই খেলা আগামী দিনে বড়ো সাফল্য আনার স্বপ্নকে কিন্তু এক প্রকার জাগিয়ে দিল।

প্রথম ম্যাচে থাইল্যান্ডকে যে ভাবে বিধ্বস্ত করে ভারত, এ দিন শুরু থেকে সে ভাবেই শুরু করেন সুনীলরা। প্রথমার্ধেই তিন গোলে এগিয়ে যেতে পারত ভারত। কিন্তু ভারতের সামনে রক্ষণ হয়ে দাঁড়ান আমিরশাহির কিপার খালিদ। বিরতিতে যাওয়ার মিনিট তিনেক আগে আমিরশাহিকে এগিয়ে দেন মুবারাক।

আরও পড়ুন ৯ গোলের মালা পরাল ম্যানচেস্টার সিটি

দ্বিতীয়ার্ধেও একই চিত্র শুরু থেকে। প্রথম থেকেই আক্রমণ জেজে, উদান্তদের। কিন্তু কিছুতেই ভারত গোল পেল না। অন্য দিকে পোস্টে লেগেও বল হল প্রতিহত। ফলে প্রথমার্ধের মতো দ্বিতীয়ার্ধেও ম্যাচের শেষ লগ্নে দ্বিতীয় গোল আমিরশাহির। গোল করেন আলমুহামাদি।

এই ম্যাচের পর,

২ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে শীর্ষে আমিরশাহি (+২)

২ ম্যাচে ৩ পয়েন্ট নিয়ে দ্বিতীয় ভারত (+১)

২ ম্যাচে ৩ পয়েন্ট নিয়ে তৃতীয় থাইল্যান্ড (-২)

২ ম্যাচে ১ পয়েন্ট নিয়ে চতুর্থ বাহরিন (-১)

একটি উত্তর ত্যাগ

Please enter your comment!
Please enter your name here