practice of india u 17

নয়াদিল্লি:উত্তেজনায় টগবগ করে ফুটছেন মণিপুরের ধীরাজ থেকে বাংলার অভিজিৎ। কয়েক ঘণ্টা পরেই মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে বিশ্বকাপ অভিযানে নামবে ভারতের কিশোররা। অনূর্ধ্ব ১৭ বিশ্বকাপের মঞ্চে নিজেদের সেরাটা দিতে প্রস্তুত সব্বাই। ১২০ কোটি মানুষের প্রত্যাশা যে তাঁদের ওপর, তা ভালোই জানেন ফুটবলাররা। সে কথা স্বীকার করে নিলেন অধিনায়ক অমরজিত সিং-ও। বৃহস্পতিবার দিল্লির জওহরলাল নেহরু স্টেডিয়ামে ঘণ্টাখানেক অনুশীলন করালেন পর্তুগিজ কোচ মার্তোস। তবে মানসিক প্রস্তুতিতেই বেশি গুরুত্ব দেওয়া হল।

সারা দেশের প্রত্যাশা থাকলেও, দল নিয়ে খুব বেশি আশাবাদী নন কোচ। বলছেন, ডিফেন্স উন্নত করলেও ভারতীয় দলের আক্রমণ ভাগ ততটা শক্তিশালী নয়। দুর্বলতা রয়েছে উইং প্লে-তেও। তবু দল যে লড়াই দিতে পিছিয়ে থাকবে না, জোর গলায় বললেন সে কথাও।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here