chhetrifinal

ভারত – ৫          চাইনিজ তাইপেই – ০

ওয়েবডেস্ক: ইন্টারকন্টিনেন্টাল কাপের প্রথম ম্যাচে চাইনিজ তাইপেইকে গোলের মালা পড়াল ভারতীয় ফুটবল দল। সৌজন্যে ভারত অধিনায়ক সুনীল ছেত্রির হ্যাটট্রিক। প্রায় আট বছর পর ফের জাতীয় দলের জার্সিতে হ্যাটট্রিক পেলেন তিনি। এদিনের ম্যাচে ভারতের প্রতিপক্ষকে দেখলে মনে হতেই পারে ফুটবলে এখনও তাদের ঠিক মতো হাতেখড়ি হয়নি। ফলে ভারত যদি এগারো জনে ম্যাচ না খেলতো তাহলেও হয়তো জিতে জেত।

আগামী বছরের এশিয়ান কাপের প্রস্তুতি হিসাবে শুরু থেকেই আক্রমণে যায় ভারত। ম্যাচের মাত্র দু’মিনিটের মধ্যেই সুযোগ পেয়ে গিয়েছিলেন সুনীল। তবে ফাঁকা গোলে না মেরে তিনি বাইরে শট মারেন। এই মুহূর্তে সেরা ফর্মে রয়েছেন সুনীল। ফ্রি-কিক থেকে তাঁর শট একটুর জন্য লক্ষ্যভ্রষ্ট হয়। অবশ্য বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি তাঁকে। পনেরো মিনিটের মধ্যেই জেজের বাড়ানো পাস থেকে প্রথম গোল। প্রতিআক্রমণে কিছুটা চাপ বাড়াতে চেয়েছিল তাইপেই। চ্যানের শট ডিফেন্ডারের গায়ে লেগে প্রতিহত হয়। তবে ওইটুকুই। ক্রমাগত আক্রমণ শানাতে থাকেন সন্দেশ, প্রীতমরা। যার ফল বিরতিতে যাওয়ার দশ মিনিট আগে দলের এবং নিজের দ্বিতীয় গোল সম্পূর্ণ করেন সদ্য বিবাহিত অধিনায়ক। বিরতিতে যাওয়ার আগেই হ্যাটট্রিক সেরে ফেলতেন তিনি, যদি না বিপক্ষ গোলকিপার তাঁর অবধারিত শট বাঁচাতেন।

প্রথমার্ধে যেখানে শেষ করেছিল ভারত, দ্বিতীয়ার্ধে সেখান থেকেই শুরু তাদের। শুরুতেই ফের গোল ভারতের। সৌজন্যে উঠতি তারকা উদান্ত সিং। দেশের জার্সিতে নিজের প্রথম গোল করলেন তিনি। এরপর ভারতের পক্ষে শুধুই একতরফা খেলা। এরই মাঝে নিজের হ্যাটট্রিক সারেন সুনীল। খেলা শেষ হওয়ার মিনিট তেরো আগে বিশ্বমানের গোলে চাইনিজ কফিনে শেষ পেরেকটি পুঁতে দেন দলের নির্ভরযোগ্য খেলোয়াড় প্রনয় হালদার। শেষ দিকে তাইপেই সান্ত্বনা গোলের চেষ্টা চালালেও, গোলরক্ষক গুরপ্রিতের সৌজন্যে তা অবশ্য কার্যকর হয়নি।

edia”
ফলে কেনিয়া ম্যাচের আগে আত্মবিশ্বাসের তুঙ্গে ভারত।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here