রবিবার কলকাতার কিশোর ভারতী স্টেডিয়ামে মহামেডান স্পোর্টিং ক্লাবের বিরুদ্ধে মুখোমুখি হয়েছিল কেরল। খেলার শুরু থেকেই উত্তেজনা দেখা যায়। প্রথমার্ধে মহামেডান স্পোর্টিং ক্লাবের মির্যালোল পেনাল্টি পেয়ে গোল করে দলকে ১-০ গোলে এগিয়ে দেন। খেলার গতিপথ তখন মহামেডানের পক্ষে থাকলেও দ্বিতীয় অর্ধে কেরল প্রতিরোধ করে এবং একসময় সমতায় ফিরে আসে।
৮০ মিনিটের মাথায় রেফারির এক সিদ্ধান্তকে ঘিরে মাঠে উত্তেজনা সৃষ্টি হয়। মহামেডানের সমর্থকরা রেফারির সেই সিদ্ধান্তের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানাতে শুরু করেন এবং মাঠের মধ্যে বোতল, জুতো ইত্যাদি ছুড়ে ফেলা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে গেলে কেরল তাদের দল মাঠ থেকে সরিয়ে নেয়, যার ফলে সাময়িক সময়ের জন্য খেলা বন্ধ থাকে।
প্রশাসনের হস্তক্ষেপে খেলা পুনরায় শুরু হলে কেরলের ঘানার খেলোয়াড় কাওমে পেপ্রাহ খেলার শেষের দিকে জয়সূচক গোলটি করেন। এই গোলের ফলে কেরল ২-১ গোলে মহামেডানকে পরাজিত করে।
খেলার উত্তেজনা ও মহামেডান সমর্থকদের প্রতিবাদের কারণে পরিস্থিতি কিছুটা বিগড়ে গেলেও, শেষ পর্যন্ত খেলা শান্তিপূর্ণ ভাবেই সম্পন্ন হয়।