শনিবার ইন্ডিয়ান সুপার লিগ (আইএসএল) ২০২৪-২৫ মরশুমের ফাইনাল। জমজমাট এই মহারণের আগে আজ যুবভারতী ক্রীড়াঙ্গনে শেষ মুহূর্তের প্রস্তুতি সারল দুই ফাইনালিস্ট দল — মোহনবাগান সুপার জায়েন্ট এবং বেঙ্গালুরু এফসি।
যুবভারতীর ঘাসের মাঠে এদিন উপস্থিত ছিলেন দুই দলের অধিনায়ক শুভাশিস বসু ও গুরপ্রীত সিং সান্ধু, এবং দুই প্রধান কোচ হোসে মোলিনা (মোহনবাগান) ও জেরার্ড জারাগোজা (বেঙ্গালুরু)। মাঠের প্রস্তুতির পর কলকাতার একটি বিলাসবহুল পাঁচতারা হোটেলে আয়োজন করা হয় সাংবাদিক সম্মেলনের। সেখানে দুই পক্ষ নিজেদের লক্ষ্যে দৃঢ় ও আত্মবিশ্বাসী বলেই জানালেন।
মোহনবাগানের অধিনায়ক শুভাশিস বলেন, “ফাইনাল মানে শুধু ম্যাচ নয়, এটা আবেগ, সম্মান এবং ক্লাবের ইতিহাসের অংশ। দল হিসেবে আমরা একজোট, এবং মাঠে নিজের সবটা দিয়ে দেব।”
বেঙ্গালুরুর অভিজ্ঞ গোলরক্ষক গুরপ্রীত সিং সান্ধুও জানিয়ে দেন,“আমরা জানি যুবভারতীতে খেলা মানে বিশাল চাপ। কিন্তু আমরা চ্যালেঞ্জ নিতে তৈরি। আমাদের একটাই লক্ষ্য – ট্রফি।”

কোচ হোসে মোলিনা বলেন,“এই মরশুমে আমাদের ঘাম, পরিশ্রম, সব কিছু এই একটাই ম্যাচের জন্য। আমাদের ফুটবলাররা জানে কী করতে হবে।”
জেরার্ড জারাগোজা পালটা বলেন,“মোহনবাগান শক্তিশালী দল। তবে বেঙ্গালুরু কখনও লড়াই ছাড়া হার মানে না। ফাইনালে আমরা ৯০ মিনিট নয়, ৯৫ মিনিট লড়াই করব।”
ফাইনালের আগে দুই শিবিরেই উত্তেজনা ও প্রত্যাশা তুঙ্গে। একদিকে মোহনবাগান চাইছে আইএসএল ট্রফি ঘরে তুলতে, অন্যদিকে বেঙ্গালুরু চাইছে কলকাতার মাঠেই জয়ের স্বাদ পেতে।
সমর্থকদের নজর এখন একটাই প্রশ্নে—কার হাতে উঠবে এবারের আইএসএল ট্রফি? উত্তর মিলবে কাল যুবভারতীর সবুজ গালিচায়।