ইতালি: ২ (আলেসান্দ্রো বাস্তোনি, নিকোলো বারেলা) আলবানিয়া: ১ (নেদিম বাজরামি)
খবর অনলাইন ডেস্ক: অবিশ্বাস্য! ম্যাচ শুরু হওয়ার ২৩ সেকেন্ডের মধ্যেই গোল। ডর্টমুন্ডের বিভিবি স্টাডিওনে তখন লাল শার্ট পরা হাজারদশেক আলবানীয় সমর্থক উল্লাসে ফেটে পড়ছেন। বর্তমান ইউরো চ্যাম্পিয়ন ইতালির বিরুদ্ধে শুরুতেই গোল? ভাবতেই পারছেন না ইতালির সমর্থকরা। ।
ইউরোপীয় চ্যাম্পিয়নশিপে এত দ্রুত গোল আগে কখনও হয়নি। স্তম্ভিত ইতালির খেলোয়াড়রা। ধীরে ধীরে সেই ধাক্কা কাটিয়ে উঠে অবশেষে ম্যাচে ফিরলেন তাঁরা। শেষ পর্যন্ত আলেসান্দ্রো বাস্তোনি ও নিকোলো বারেলার গোলে ২-১ গোলে আলবানিয়াকে হারাল ইতালি।
আগের রেকর্ড ছিল ৬৭ সেকেন্ডের
ম্যাচ শুরু হওয়ার ২৩ সেকেন্ডেই গোল। ইতালির রক্ষণভাগের খেলোয়াড় ফেডেরিকো দিমারকোর ভুল থ্রো-ইনের ফায়দা তোলেন আলবানিয়ার নেদিম বাজরামি। দুরূহ কোণ থেকে ইতালির জালে বল জড়িয়ে দেন। সবাই হতভম্ব। খেলা শুরু হতে না হতেই গোল। এর আগে দ্রত গোলের রেকর্ডটি ছিল রাশিয়ার দখলে। ২০০৪-এর ইউরো কাপে গ্রিসের বিরুদ্ধে রাশিয়ার দিমিত্রি কিরিচেনকো খেলা শুরু হওয়ার ৬৭ সেকেন্ডের মধ্যে গোল করেন।
ম্যাচে ফিরল ইতালি
এক দিকে ব্যাপক উচ্ছ্বাস, অন্যদিকে বিশাল নীরবতা। এরই মধ্যে মাথা ঠান্ডা রেখে খেলা চালিয়ে যেতে থাকে এখনকার ইউরো চ্যাম্পিয়ন। শেষ পর্যন্ত ম্যাচের ১১ মিনিটে খেলায় সমতা ফেরায় তারা। পেলেগ্রিনির কর্নার কিকে হেড দিয়ে গোল শোধ করেন আলেসান্দ্রো বাস্তোনি।
ইতালি তাদের জয়সূচক গোলটি পায় এর ৫ মিনিট পরে। আঘাত কাটিয়ে সবে মাত্র জাতীয় দলে ফিরেছেন নিকোলো বারেলা। আলবানিয়ার বক্সের বাইরে থেকে দুর্দান্ত শটে গোল করে ইতালিকে ২-১ গোলে এগিয়ে দেন বারেলা।
ম্যাচের ৩৪ মিনিটে তৃতীয় গোল করার সুবর্ণ সুযোগ পেয়েছিল ইতালি। ফ্রাত্তেসির শট আলবানিয়ার গোলকিপার থমাস স্ত্রাকোশা দুর্দান্তভাবে বাঁচিয়ে দেন। বিরতিতে ২-১ গোলে এগিয়ে থাকে ইতালি।
বিরতির পর দু’ পক্ষই সমানে সমানে খেলা চালিয়ে যেতে থাকে। কিন্তু আর কোনো গোল হয়নি।
আরও পড়ুন
ইউরো কাপ ২০২৪: প্রথমার্ধেই ক্রোয়েশিয়ার বিরুদ্ধে স্পেনের ৩ গোল