ওয়েবডেস্ক: গত কয়েকদিন ধরেই শোনা যাচ্ছিল জুভেন্তাসের নতুন কোচ হচ্ছেন ম্যানসিটির তারকা কোচ পেপ গুয়ারদিওলা। জুভেন্তাসের বর্তমান কোচ ম্যাসিমিল্যানো আলেগ্রি আগামী বছর আর কোচের দায়িত্বে থাকছেন না। ইতালির সংবাদ মাধ্যমে শোনা যাচ্ছিল চার বছরের চুক্তিতে জুভেন্তাসে যোগ দেবেন পেপ।
অবশ্য এমন রিপোর্ট কিন্তু নস্যাৎ করে দেয় ম্যানসিটি। এবার এই প্রসঙ্গে মুখ খুলল জুভেন্তাসও। জুভেন্তাসের স্পোর্টিং ডিরেক্টর ফাবিও পারাতিসি জানান, “আমার মনে হয়, আমরা অন্য কোনো জগতে বাস করছি। আমাদের পেপের সঙ্গে কোনো যোগাযোগ হয়নি। আমরা কখনও এমনটা ভাবিইনি কারণ, গুয়ারদিওলার সিটির সঙ্গে চুক্তি রয়েছে। আমার কাছে এমনটা খুবই বিস্ময়কর”।
তিনি আরও বলেন, “নতুন কোচ নিয়ে আমাদের বক্তব্য খুবই পরিস্কার। এখনও অনেক টুর্নামেন্ট শেষ হওয়া বাকি। সবকিছু শেষ হলেই আমরা এই নিয়ে ভাববো”।
খবরের সব আপডেট পড়ুন খবর অনলাইনে। লাইক করুন আমাদের ফেসবুক পেজ। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল।