ওয়েবডেস্ক: ইউরোপিয়ান ফুটবলে দলবদলের বাজার রীতিমতো তুঙ্গে। নিজেদের সেরা তৈরি করতে পিছিয়ে নেই কোনো দলই। তালিকায় রয়েছে রোনাল্ডোর বর্তমান এবং প্রাক্তন দলও। অর্থাৎ জুভেন্তাস এবং ম্যানইউ।
শোনা যাচ্ছে ম্যানইউ-র ডিফেন্সের খেলোয়াড় মাত্তেও ডারমিয়ানকে দলে নিতে খুবই ইচ্ছুক ইতালিয়ান চ্যাম্পিয়ন জুভেন্তাস। তবে তা ছয় মাসের লোন ডিলে। অর্থাৎ মরশুম শেষ পর্যন্ত। ২০১৫-য়ে ইতালির টোরিনো থেকে ম্যানইউতে যোগ দেওয়ার পর তেমন নজর কাড়তে পারেননি তিনি। তিনি নিজেও প্রথম এগারোয় নিয়মিত খেলতে চান।
গোলের রিপোর্ট অনুযায়ী, লোনে তাঁকে নেওয়ার জন্য তিন মিলিয়ন পাউন্ড খরচ করতে হবে জুভেন্তাসকে। তবে মরশুম শেষেই তাঁর সঙ্গে নাকি ম্যানইউর চুক্তি শেষ হয়ে যাচ্ছে। ফলে তাঁকে ফ্রি খেলোয়াড় হিসাবে তখন সরাসরি নিতে পারবে জুভেন্তাস।
তবে শেষমেশ কী হয় তা-তো সময়ই বলবে।
খবরের সব আপডেট পড়ুন খবর অনলাইনে। লাইক করুন আমাদের ফেসবুক পেজ। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল।