ফুটবল
পেনাল্টি মিস, কেরলের বিরুদ্ধে জিততেও পারত নর্থইস্ট
বিশ্ব ফুটবলের কিংবদন্তি দিয়েগো মারাদোনার মৃত্যুতে ম্যাচের শুরুতে ১ মিনিট নীরবতা পালন করা হয় এবং তাঁর প্রতি শ্রদ্ধা জানাতে দু’ দলের খেলোয়াড়রা কালো ব্যাজ পরে খেলতে নামেন।

কেরল ব্লাস্টার্স ২ (সিডো, হুপার) নর্থইস্ট ইউনাইটেড ২ (আপ্পাইয়া, সিল্লা)
খবরঅনলাইন ডেস্ক: প্রথমার্ধে ২ গোলে এগিয়ে থেকেও জিতল পারল না কেরল ব্লাস্টার্স। বৃহস্পতিবার ব্যাম্বোলিমের জিএমসি স্টেডিয়ামে আয়োজিত এই মরশুমের আইএসএল-এর খেলায় নর্থইস্ট ইউনাইটেডের বিরুদ্ধে খেলা অমীমাংসিত রাখল কেরল। তবে দ্বিতীয়ার্ধের পেনাল্টি কাজে লাগাতে পারলে নর্থইস্ট জিততেও পারত।
প্রথম ম্যাচে এটিকে মোহনবাগানের কাছে পরাজয়ের পর এ দিন ১ পয়েন্ট ঘরে তুলল কেরল। ও দিকে প্রথম ম্যাচে মুম্বই এফসি-কে হারানোর পর কেরলের বিরুদ্ধে পরাজয় এড়াতে পেরে ১ পয়েন্ট ঝোলায় ভরল নর্থইস্ট।
বিশ্ব ফুটবলের কিংবদন্তি দিয়েগো মারাদোনার মৃত্যুতে ম্যাচের শুরুতে ১ মিনিট নীরবতা পালন করা হয় এবং তাঁর প্রতি শ্রদ্ধা জানাতে দু’ দলের খেলোয়াড়রা কালো ব্যাজ পরে খেলতে নামেন।
এ দিনের খেলাটা কিন্তু ভালোই শুরু করেছিল কেরল। ৫ মিনিটের মধ্যে এগিয়ে যায় তারা। ডান দিক থেকে নর্থইস্টের বক্সে বল ভাসিয়ে দেন সেইতিয়াসেন সিং। সেই বলে মাথা ছুঁইয়ে প্রতিপক্ষের জালে জড়িয়ে দিতে কোনো ভুল করেননি কেরলের অধিনায়ক সার্গিয়ো সিডোনচা (সিডো)।
মাঝে কিছুটা খেলায় ফেরার চেষ্টা করে নর্থইস্ট। কিন্তু ১৫ মিনিটের মাথায় সিডো আবার গোলের সুযোগ পান। কিন্তু সে যাত্রায় নর্থইস্টকে বাঁচিয়ে দেন শুভাশিস রায় চৌধুরী। ২৩ মিনিটের মাথায় কেরলের ব্রিটিশ প্লেয়ার হুপার দিনের সহজতম সুযোগ নষ্ট করে। গোলকিপারকে একা পেয়ে মাত্র ৬ গজ দূর থেকে ক্রসবারের উপর দিয়ে বল পাঠিয়ে দেন তিনি।
এর পরে পর পর গোলের সুযোগ সৃষ্টি করে নর্থইস্ট, কিন্তু সেই সুযোগ কাজে লাগাতে পারেনি তারা। সুযোগ নষ্ট করেন আশুতোষ মেহতা ও ডিলান ফক্স।
প্রথমার্ধের একেবারে শেষে পেনাল্টি পায় কেরল। পেনাল্টি থেকে গোল করতে ভুলচুক করেনি কেরলের গ্যারি হুপার।
২-০ গোলে এগিয়ে থাকা কেরল প্রথম ধাক্কা খায় ম্যাচের ৫১ মিনিটে। গ্যালেগোর কাছ থেকে কেরলের ৬ গজের বক্সে বল পেয়ে যান নর্থইস্টের কেওয়েসি আপ্পাইয়া। দ্বিতীয় বারের চেষ্টায় গোল করেন আপ্পাইয়া।
নর্থইস্টের চাপ বাড়তে থাকে। খেলার ৫৭ মিনিটের মাথায় ব্রিট্টো একটা সুযোগ নষ্ট করেন। ৬৬ মিনিটের মাথায় পেনাল্টি থেকে গোল করতে ব্যর্থ হন আপ্পাইয়া। ক্রসবারের উপর দিয়ে বল পাঠিয়ে দেন।
খেলা সমানে সমানে চলতে থাকে। শেষ পর্যন্ত ৯০ মিনিটের মাথায় ইদ্রিসা সিল্লা গোল করে ম্যাচে সমতা ফেরান।
খবরঅনলাইনে আরও পড়ুন
ক্রিকেট ও ফুটবলে চিরপ্রতিদ্বন্দ্বীদের লড়াই, বাঙালি ক্রীড়াপ্রেমীদের ব্লকবাস্টার শুক্রবার
ফুটবল
এগিয়ে থেকেও কেরলের কাছে ২-১ গোলে হারল বেঙ্গালুরু
১২টা ম্যাচ খেলে উভয় দলেরই পয়েন্ট ১৩। কিন্তু গোল পার্থক্যের সুবাদে আইএসএল-এর লিগ টেবিলে বেঙ্গালুরু এফসি দু’ ধাপ উপরে থাকল কেরল ব্লাস্টার্সের চেয়ে।

কেরল ব্লাস্টার্স ২ (লালথাথাঙ্গা খালহ্রিং, রাহুল কেপি) বেঙ্গালুরু এফসি (ক্লাইটন সিলভা)
খবরঅনলাইন ডেস্ক: প্রথমে গোল করে এগিয়ে গেলেও সেই ফল ধরে রাখতে পারল না বেঙ্গালুরু। বুধবার আইএসএল-এর (ISL 2020-21) ম্যাচে কেরলের কাছে শেষ পর্যন্ত ২-১ গোলে পরাজিত হল তারা।
বেঙ্গালুরুর গোল
খেলার শুরু থেকেই দু’টি দলই গোল করার সুযোগ পায়। কিন্তু তারা তা কাজে লাগাতে পারেনি।
শেষ পর্যন্ত ২৪ মিনিটে গোল করে এগিয়ে যায় বেঙ্গালুরু এফসি (Bengaluru FC)। দক্ষিণ প্রান্ত থেকে রাহুল ভেকের লম্বা থ্রো-ইন কেরলের বক্সের কাছে ক্লাইটন সিলভার কাছে পৌঁছে যায়। সেই বল হাফ-সিজার শট নিয়ে গোল করেন সিলভা।
এর পর দু’ পক্ষেরই আক্রমণ প্রতি-আক্রমণ চলতে থাকে, কিন্তু কাজের কাজ কিছু হয়নি।
কেরলের সমতা এবং জয়সূচক গোল
দ্বিতীয়ার্ধে সমতা ফেরানোর আপ্রাণ চেষ্টা করতে থাকে কেরল ব্লাস্টার্স (Kerala Blasters)। শেষ পর্যন্ত সফলতা আসে ৭৩ মিনিটে। গ্যারি হুপারের শক্তিশালী শট বাঁচাতে গিয়ে বেঙ্গালুরুর গোলকিপার গুরপ্রীত সিং সাঁধু গোল ছেড়ে কিছুটা বেরিয়ে আসেন। কিন্তু বল পেয়ে যান পরিবর্ত খেলোয়াড় লালথাথাঙ্গা খালহ্রিং। সেই বল থেকে গোল করতে কোনো ভুলচুক করেননি তিনি।
কেরলের জয়সূচক গোলটি আসে ম্যাচের একেবারে শেষ মুহূর্তে। নির্ধারিত সময়ের পর ৪ মিনিট অতিরিক্ত সময় দেওয়া হয়। ৯১ মিনিটে গোল করার সুবর্ণ সুযোগ পায় বেঙ্গালুরু। গুরপ্রীতের কাছ থেকে বল পেয়ে ওপসেথ বাঁ প্রান্ত ধরে ছুটে চলেন এবং কেরলের বক্সে পেয়ে যান সতীর্থ লিয়নকে। কিন্তু লিয়ন কেরলের গোলকিপার আলবিনোকে পরাস্ত করতে ব্যর্থ হন। এর পরই প্রতি-আক্রমণে উঠে আসে কেরল। দুর্দান্ত দৌড়ে রাহুল কেপি প্রথমে অময় মোরাজকরকে পেরিয়ে যান এবং চমকপ্রদ শটে গুরপ্রীতকে পরাস্ত করেন।
১২টা ম্যাচ খেলে উভয় দলেরই পয়েন্ট ১৩। কিন্তু গোল পার্থক্যের সুবাদে আইএসএল-এর লিগ টেবিলে বেঙ্গালুরু এফসি দু’ ধাপ উপরে থাকল কেরল ব্লাস্টার্সের চেয়ে। বেঙ্গালুরু থাকল সপ্তম স্থানে এবং কেরল নবম স্থানে।
আরও পড়ুন: খোলা চিঠিতে ভারতকে কৃতজ্ঞতা জানাল ক্রিকেট অস্ট্রেলিয়া
ফুটবল
হায়দরাবাদের জয় ঠেকিয়ে ওড়িশার জন্য ১ পয়েন্ট নিয়ে এলেন আলেকজান্ডার
ম্যাচের হিরো হন কোল আলেকজান্ডার।

হায়দরাবাদ এফসি ১ (নার্জারি) ওড়িশা এফসি ১ (আলেকজান্ডার)
খবরঅনলাইন ডেস্ক: আইএসএল-এর (ISL 2020-21) মঙ্গলবারের ম্যাচে লিগ টেবিলের একেবারে নীচে থাকা ওড়িশা এফসি জয় থেকে বঞ্চিত করল হায়দরাবাদ এফসিকে। ১৩ মিনিটে হ্যালিচরণ নার্জারির গোলে এগিয়ে থাকা হায়দরাবাদকে ড্র করতে বাধ্য করল ওড়িশা ৫১ মিনিটে কোল আলেকজান্ডারের গোলের মাধ্যমে।
শুরু থেকেই আক্রমণ শানায় হায়দরাবাদ। কিন্তু গোল লক্ষ্য করে প্রথম শট নেয় ওড়িশা। বাঁ দিক থেকে নেওয়া মরিসিওর শটে তেমন জোর ছিল না। হায়দরাবাদের গোলকিপার কাট্টিমানির সেই বল ধরতে কোনো অসুবিধা হয়নি।
হায়দরাবাদের গোল
১৩ মিনিটে এগিয়ে যায় হায়দরাবাদ। দৌড়ের যুদ্ধে ওড়িশার ডিফেন্ডারদের হারিয়ে কোলাসো বল পাস করেন হ্যালিচরণ নার্জারিকে। নার্জারি সেই বল ওড়িশার গোলে ঢোকাতে কোনো ভুল করেননি।
এর পর ওড়িশার বিরুদ্ধে ধারাবাহিক আক্রমণ চালাতে থাকে হায়দরাবাদ। কিন্তু তারা ব্যবধান বাড়াতে পারেনি। দুর্দান্ত কিছু সেভ করেন ওড়িশার গোলরক্ষক অর্শদীপ সিং।
দ্বিতীয়ার্ধের শুরুতেই কর্নার পায় ওড়িশা। কিন্তু কাট্টিমানি সহজেই সেই কর্নার কিক ধরে নিয়ে দলকে বাঁচিয়ে দেন। যদিও এর পর ওড়িশাকে গোলের জন্য বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি।
ওড়িশার শোধ
৫১ মিনিটে হায়দরাবাদের ডিফেন্ডারদের বিরুদ্ধে লড়াই চালিয়ে মরিসিও বল পাস করেন কোল আলেকজান্ডারকে। দূরের পোস্ট লক্ষ্য করে শট নেন আলেকজান্ডার। বলের গতিবিধি বুঝতেই পারেননি কাট্টিমানি। ম্যাচে সমতা ফেরায় ওড়িশা।
এর পর দু’ পক্ষই গোলের সুযোগ পেয়েছিল। কিন্তু তা তারা কাজে লাগাতে পারেনি।
এ দিনের ড্রয়ের পরে ১২ ম্যাচ থেকে ১৭ পয়েন্ট সংগ্রহ করে হায়দরাবাদ এফসি (Hyderabad FC) লিগ টেবিলে থাকল চতুর্থ স্থানে। আর ওড়িশা একেবারে নীচেই থাকল। সমসংখ্যক খেলায় তাদের সংগ্রহ ৭ পয়েন্ট। ম্যাচের হিরো হন কোল আলেকজান্ডার।
আরও পড়ুন: সব হিসেব উলটে দিয়ে ব্রিসবেনে ঐতিহাসিক জয় ভারতের, বর্ডার-গাওস্কর ট্রফিতেও দখল
ফুটবল
দশ জনে খেলেও জেতা উচিত ছিল, এক পয়েন্টে খুশি নন রবি ফাউলার
সোমবার বাম্বোলিমের জিএমসি স্টেডিয়ামে চলতি আইএসএলে তাদের ১২ নম্বর ম্যাচে প্রায় এক ঘণ্টা দশ জনে খেলেও গতবারের রানার্স চেন্নাইন এফসি-র বিরুদ্ধে গোলশূন্য ড্র করে ইস্টবেঙ্গল।

খবরঅনলাইন ডেস্ক: বারবার জয়ের সম্ভাবনা তৈরি হওয়া সত্ত্বেও শেষ পর্যন্ত এক পয়েন্ট নিয়ে সন্তুষ্ট থাকতে হচ্ছে তাঁদের। স্বাভাবিক ভাবেই হতাশ ইস্টবেঙ্গলের কোচ রবি ফাউলার। সোমবার চেন্নাইয়িনের বিরুদ্ধেও তাঁদের জেতা উচিত ছিল বলে মনে করেন ফাউলার।
দশ জনে খেলে চেন্নাইয়িনকে আটকে রাখার পর ভার্চুয়াল সাংবাদিক বৈঠকে হতাশা প্রকাশ করে ফাউলার বলেন, “আমরা আজ জেতার মতোই খেলেছিলাম। ম্যাচটা আমরাই নিয়ন্ত্রণ করেছি। তা সত্ত্বেও তিন পয়েন্ট পেলাম না! আমি হতাশ। তবু আমরা ম্যাচটা হারিনি। দশ জনেও আজ আমরা ওদের চেয়ে ভালো খেলেছি।”
সোমবার বাম্বোলিমের জিএমসি স্টেডিয়ামে চলতি আইএসএলে তাদের ১২ নম্বর ম্যাচে প্রায় এক ঘণ্টা দশ জনে খেলেও গতবারের রানার্স চেন্নাইন এফসি-র বিরুদ্ধে গোলশূন্য ড্র করে ইস্টবেঙ্গল।
৩১ মিনিটের মাথায় তরুণ মিডফিল্ডার অজয় ছেত্রী লাল কার্ড দেখে বেরিয়ে যাওয়ার পর বিপক্ষকে পাল্টা চ্যালেঞ্জ ছুড়ে দেয় লালহলুদ বাহিনী। এই নিয়ে টানা সাতটি ম্যাচে অপরাজিত তারা। চলতি লিগে মুম্বই সিটি এফসি (১০) ছাড়া আর কোনো দল টানা এতগুলো ম্যাচে অপরাজিত থাকেনি।
কিন্তু একাধিক সহজ সুযোগ পেয়েও এ দিন তা কাজে লাগাতে পারেনি ফাউলার-বাহিনী। এই প্রশ্ন উঠলে কোচ কার্যত তা উড়িয়ে দিয়ে বলেন, “প্রতি ম্যাচেই আমাকে আক্রমণ বা রক্ষণ নিয়ে প্রশ্ন শুনতে হয়। প্রতি ম্যাচেই আমি আমার দলের ছেলেদের হয়েই কথা বলি। আজও তাই বলব। আমি ওদের সম্পর্কে কোনও খারাপ কথা বলতে পারব না”।
চেন্নাইন এফসি-র বিরুদ্ধে প্রথম লেগের ম্যাচে যাঁর জোড়া গোলে ড্র করেছিল এসসি ইস্টবেঙ্গল, সেই ম্যাটি স্টাইনমানকে এ দিন মাঠে নামাননি ফাউলার। এটা নাকি তাঁর কৌশল, জানিয়ে কোচ বলেন, “এটা আমাদের কৌশল। ম্যাটি প্রায় সব ম্যাচেই খেলেছে। বেঙ্গালুরুর বিরুদ্ধে সমস্যা থাকা সত্ত্বেও খেলেছিল। আমরা সব খেলোয়াড়ের ওপরই ভরসা করি। আজ যারা খেলেছে, তারা প্রত্যেকেই অসাধারণ খেলেছে”।
খবরঅনলাইনে আরও পড়তে পারেন
প্রথম সেশন সামলে দিলেন গিল-পুজারা, ট্রফির স্বপ্ন জিইয়ে রাখল ভারত
-
রাজ্য2 days ago
বুধবার রাজ্যে আসছে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ
-
দেশ3 days ago
মহারাষ্ট্র-কেরলে সংক্রমিত ৮০৮৬ বাকি দেশে মাত্র ৫০৭২, ২৩ মে’র পর সব থেকে কম দৈনিক মৃত্যু ভারতে
-
রাজ্য3 days ago
দক্ষিণবঙ্গে দু’ দিনের জন্য তাপমাত্রা বাড়লেও ফের ফিরবে শীত, উত্তরের পাহাড়ে তুষারপাতের সম্ভাবনা
-
দেশ3 days ago
মাত্র ১৮ শতাংশ ভারতীয় হোয়াটসঅ্যাপ ব্যবহার চালিয়ে যেতে পারেন, ৩৬ শতাংশ কমিয়ে দেবেন ব্যবহার: সমীক্ষা