ফুটবল
রেয়াল মাদ্রিদে কতটা গুরুত্বপূর্ণ ছিলেন রোনাল্ডো? প্রমাণ দিচ্ছে নয়া পরিসংখ্যান
ওয়েবডেস্ক: চলতি মরশুম শুরু হওয়ার আগে রেয়ালের সঙ্গে নয় বছরের সম্পর্ক ছেদ করে জুভেন্তাসে যোগ দেন ক্রিশ্চিয়ান রোনাল্ডো। রেয়ালের ইতিহাসে সব টুর্নামেন্ট মিলিয়ে সর্বোচ্চ গোলদাতা তিনি। তবে রোনাল্ডো দল ছাড়ার পরই, অনেকটা ব্যাকফুটে চলে যায় রেয়াল। লোপেৎগুই, সোলারিকে সরিয়ে মাঝপথে ফের একবার জিদানকে কোচ করে এনেছে রেয়াল। জিদানের দ্বিতীয় ইনিংসে ভ্যালেন্সিয়ার কাছে প্রথম হেরেছে রেয়াল। […]

ওয়েবডেস্ক: চলতি মরশুম শুরু হওয়ার আগে রেয়ালের সঙ্গে নয় বছরের সম্পর্ক ছেদ করে জুভেন্তাসে যোগ দেন ক্রিশ্চিয়ান রোনাল্ডো। রেয়ালের ইতিহাসে সব টুর্নামেন্ট মিলিয়ে সর্বোচ্চ গোলদাতা তিনি।
তবে রোনাল্ডো দল ছাড়ার পরই, অনেকটা ব্যাকফুটে চলে যায় রেয়াল। লোপেৎগুই, সোলারিকে সরিয়ে মাঝপথে ফের একবার জিদানকে কোচ করে এনেছে রেয়াল। জিদানের দ্বিতীয় ইনিংসে ভ্যালেন্সিয়ার কাছে প্রথম হেরেছে রেয়াল।
চলতি মরশুমে এমন কিছু অনভিপ্রেত রেকর্ড করেছে রেয়াল, যা শেষ নয় বছরে রোনাল্ডো থাকাকালীন দেখা যায়নি। অর্থাৎ রোনাল্ডোর অনুপস্থিতিতে রেয়াল যে অনেকটাই বেকায়দায় তা স্পষ্ট।
যেমন, রোনাল্ডো থাকাকালীন কোনো মরশুমে ১১টি ম্যাচের বেশি হারেনি রেয়াল। তবে চলতি মরশুমে ইতিমধ্যেই ১৫টি ম্যাচ হেরেছে রেয়াল। এখনও একমাসের বেশি ফুটবল বাকি। ২০০৯-১০ মরশুমে সাতটি ম্যাচ হেরেছিল রেয়াল, ২০১০-১১ মরশুমে ছয়টি ম্যাচ, ২০১১-১২ মরশুমে পাঁচটি ম্যাচ, ২০১২-১৩ মরশুমে ১১টি ম্যাচ, ২০১৩-১৪ মরশুমে ছয়টি ম্যাচ, ২০১৪-১৫ মরশুমে দশটি ম্যাচ, ২০১৫-১৬ মরশুমে দশটি ম্যাচ, ২০১৬-১৭ মরশুমে দশটি ম্যাচ এবং ২০১৭-১৮ মরশুমে নয়টি ম্যাচ।
রোনাল্ডো থাকাকালীন শেষ নয় মরশুমের মধ্যে আটটি মরশুমেই ঘরোয়া লিগে একশোর বেশি গোল করেছিল রেয়াল মাদ্রিদ। আর চলতি মরশুমে এখনও পর্যন্ত মাত্র ৫৩টি গোল করেছে তারা।
ফুটবল
কেরলকে হারিয়ে শেষ চারে নর্থইস্ট, শনিবার লড়াই গোয়া ও হায়দরাবাদের মধ্যে
শেষ চারে যাওয়ার জন্য শনিবার হায়দরাবাদকে জিততেই হবে। আর গোয়ার পক্ষে ড্র-ই যথেষ্ট।

নর্থইস্ট ইউনাইটেড এফসি ২ (বড়াক্কেপীডিকা, লালেংমাউইয়া) কেরল ব্লাস্টার্স ০
খবর অনলাইন ডেস্ক: এ বারের আইএসএল-এ (ISL 2020-21) তৃতীয় দল হিসাবে শেষ চারে গেল নর্থইস্ট ইউনাইটেড এফসি (NorthEast United FC)। শুক্রবার ভাস্কোর তিলক ময়দানে আয়োজিত ম্যাচে তারা ২-০ গোলে কেরল ব্লাস্টার্সকে হারাল (Kerala Blasters)।
শেষ চারে আগে থেকেই জায়গা নির্দিষ্ট করে ফেলেছে এটিকে মোহনবাগান এবং মুম্বই সিটি এফসি। আরও দুটি জায়গার জন্য গত কয়েক দিন ধরেই লড়াই চলছে নর্থইস্ট ইউনাইটেড, এফসি গোয়া এবং হায়দরাবাদ এফসির মধ্যে। এদের মধ্যে নর্থইস্ট ২০ ম্যাচ থেকে ৩৩ পয়েন্ট সংগ্রহ করে তৃতীয় দল হিসাবে সেমিফাইনালে গেল।
শেষ চারের শেষ জায়গাটার জন্য লড়াই হবে এফসি গোয়া এবং হায়দয়াবাদ এফসির মধ্যে। শেষ চারে যাওয়ার জন্য শনিবার ফাতোরদার জওহরলাল নেহরু স্টেডিয়ামে আয়োজিত ওই খেলায় হায়দরাবাদকে জিততেই হবে। আর গোয়ার পক্ষে ড্র-ই যথেষ্ট। আইএসএল-এ এখনও পর্যন্ত ১৯ ম্যাচ থেকে ৩০ পয়েন্ট সংগ্রহ করেছে গোয়া এবং সমসংখ্যক খেলায় হায়দরাবাদের পয়েন্ট ২৮।
প্রথমার্ধেই দুই গোল
শুক্রবার নর্থইস্টের পক্ষে ২টি গোল প্রথমার্ধেই আসে। ৩৪ মিনিটে গোল করেন বড়াক্কেপীডিকা এবং ৪৫ মিনিটে লালেংমাউইয়া।
প্রথমার্ধে নর্থইস্ট তুলনায় ভালো খেলেছিল, যদিও কেরল গোল করার সুযোগ পেয়েছিল, কিন্তু নর্থইস্টের মজবুত ডিফেন্সকে ভাঙতে পারেনি। ৩৪ মিনিটে খসা কামারা বল নিয়ে কেরলের সীমানায় ঢুকে পড়ে। বল পেয়ে যান সুহের বড়াক্কেপীডিকা। তিনি সন্দীপ সিংকে কাটিয়ে এগিয়ে আসা গোলকিপার অ্যালবিনো গোমসকে বোকা বানিয়ে বল কেরলের জালে ঠেলে দেন।
৪৫ মিনিটে দূর থেকে নেওয়া লালেংমাউইয়ার দুর্দান্ত শটে পরাস্ত হন অ্যালবিনো। একটা চোখ ধাঁধানো গোল করেন লালেংমাউইয়া।
দ্বিতীয়ার্ধে দু’ পক্ষই গোলের সুযোগ পেয়েছিল। কিন্তু কেউই কাজে লাগাতে পারেনি।
নর্থইস্ট ইউনাইটেডের কোচ খালিদ জামিলও ইতিহাস সৃষ্টি করলেন। দ্বাদশ ম্যাচ থেকে দায়িত্ব পেয়ে টানা অপরাজিত রাখলেন নিজের দলকে এবং প্রথম ভারতীয় কোচ হিসাবে সেমিফাইনালে তুলে দিলেন।
২০ ম্যাচ থেকে ১৭ পয়েন্ট সংগ্রহ করে কেরল ব্লাস্টার্স লিগ টেবিলে দশম স্থান দখল করে এ বারের মতো আইএসএল অভিযান শেষ করল।
আরও পড়ুন: বিশ্বের দ্বিতীয় দ্রুততম হিসাবে ৪০০ উইকেট দখলের কৃতিত্ব রবিচন্দ্রন অশ্বিনের
ফুটবল
প্রথমার্ধে বেঙ্গালুরুকে ৩ গোল দিয়ে দ্বিতীয়ার্ধে ২ গোল হজম করল জামশেদপুর
প্রথমার্ধে জামশেদপুরের দাপট, দ্বিতীয়ার্ধে বেঙ্গালুরুর।

জামশেদপুর এফসি ৩ (এজে, ডাউঙ্গেল, গ্র্যান্ডে) বেঙ্গালুরু এফসি ২ (গঞ্জালেজ, সুনীল ছেত্রী)
খবর অনলাইন ডেস্ক: আগের মরশুমে শেষ চারে যাওয়া বেঙ্গালুরু এফসি (Bengaluru FC) সপ্তম স্থানে থেকে এ বারের আইএসএল (ISL 2020-21) শেষ করল। বৃহস্পতিবার সুনীল ছেত্রীদের দল জামশেদপুর এফসির (Jamshedpur FC) কাছে ২-৩ গোলে হেরে গেল।
বৃহস্পতিবার তিলক ময়দানে আয়োজিত জামশেদপুর বনাম বেঙ্গালুরু ম্যাচের এমনিতে কোনো গুরুত্ব ছিল না। কোন দল লিগ টেবিলের ষষ্ঠ স্থানে থাকে্, সেটাই ছিল দেখার। এ দিন বেঙ্গালুরুকে হারিয়ে সেই স্থানটা দখল করল জামশেদপুর। ২০ ম্যাচ থেকে তাদের সংগ্রহ ২৭ পয়েন্ট। সমসংখ্যক খেলায় ২২ পয়েন্ট সংগ্রহ করল বেঙ্গালুরু।
এ দিনের খেলা পরিষ্কার দুটি অর্ধে দু’ রকম হল। প্রথমার্ধে জামশেদপুরের দাপট, দ্বিতীয়ার্ধে বেঙ্গালুরুর। প্রথমার্ধেই ৩ গোল করে এগিয়ে যায় জামশেদপুর। আইএসএল-এ আগে কোনো খেলায় জামশেদপুর প্রথমার্ধে এত গোল করে এগোয়নি।
জামশেদপুরের আক্রমণ রুখতে হিমশিম খেয়ে যায় বেঙ্গালুরুর ডিফেন্স। ওড়িশা ছাড়া আর কোনো দল প্রথমার্ধেই এত গোল খেয়ে বসেনি। ম্যাচের ১৬, ৩৪ ও ৪১ মিনিটে জামশেদপুরের হয়ে গোল করেন যথাক্রমে স্টিফেন এজে, সাইমিনলেন ডাউঙ্গেল এবং ডেভিড গ্র্যান্ডে।
দ্বিতীয়ার্ধে পালটে গেল ছবিটা। বেঙ্গালুরুর আক্রমণ সামাল দিতে আপ্রাণ করতে হল জামশেদপুরকে। ভাগ্য ভালো যে তারা জয়টা কোনো রকমে ধরে রাখতে পারল। বেঙ্গালুরুর হয়ে দ্বিতীয়ার্ধে গোল করলেন ফ্রান্সিসকো গঞ্জালেজ (৬২ মিনিট) এবং সুনীল ছেত্রী (৭১ মিনিট)।
আরও পড়ুন: বিশ্বের দ্বিতীয় দ্রুততম হিসাবে ৪০০ উইকেট দখলের কৃতিত্ব রবিচন্দ্রন অশ্বিনের
ফুটবল
বিপিন সিংয়ের হ্যাটট্রিক, ওড়িশাকে আধ ডজন গোল মুম্বইয়ের
মুম্বইয়ের এ দিনের জয়ের পর আগামী রবিবার এটিকে মোহনবাগানের সঙ্গে তাদের খেলা জমে গেল।

মুম্বই সিটি এফসি ৬ (বিপিন সিং ৩, ওগবেচে ২, গোডার্ড) ওড়িশা এফসি ১ (দিয়েগো মরিসিও)
খবর অনলাইন ডেস্ক: বুধবার ব্যাম্বোলিমের জিএমসি স্টেডিয়ামে আয়োজিত ম্যাচে আইএসএল-এর (ISL 2020-21) লিগ টেবিলে একেবারে নীচে থাকা ওড়িশাকে হারাতে কোনো বেগই পেতে হল না মুম্বইকে।
বিপিন সিংয়ের হ্যাটট্রিক আর বার্থোলোমিউ ওগবেচের জোড়া গোলের সাহায্যে মুম্বই সিটি এফসি (Mumbai City FC) জিতল ৬-১ গোলে। কিন্তু ম্যাচে প্রথম গোল করে এগিয়ে গিয়েছিল ওড়িশা এফসি-ই (Odisha FC)।
মুম্বইয়ের এ দিনের জয়ের পর আগামী রবিবার এটিকে মোহনবাগানের (ATK Mohun Bagan) সঙ্গে তাদের খেলা জমে গেল। দু’ দলই ১৯টা ম্যাচ খেলেছে। মোহনবাগানের সংগ্রহ ৪০ পয়েন্ট, আর মুম্বইয়ের সংগ্রহ ৩৭ পয়েন্ট।
রবিবারের ম্যাচে মুম্বই যদি মোহনবাগানকে হারাতে পারে তা হলে দু’ দলের পয়েন্ট সমান হয়ে গেলেও মুম্বই থাকবে লিগ শীর্ষে। কারণ সে ক্ষেত্রে দু’ দলের সমরে জয়ের নিরিখে এগিয়ে থাকবে মুম্বই, যে হেতু প্রথম লিগে তারা মোহনবাগানকে হারিয়েছিল।
বুধবারের ৭ গোল
বুধবার ওড়িশা পর্যুদস্ত হয়ে গেলেও প্রথম গোল কিন্তু তারাই করেছিল। ৯ মিনিটে ওড়িশার মাউইহমিংথাঙ্গাকে নিজেদের বক্সে ফেলে দেন আহমেদ জাহৌ। বিস্ময়ের ব্যাপার, রেফারি কার্ড দেখাননি জাহৌকে। যা-ই হোক পেনাল্টি থেকে গোল করতে ভুল করেননি দিয়েগো মরিসিও।
এর পরেই খেল শুরু করে মুম্বই। ৪ মিনিট পরেই সমতা ফেরায় মুম্বই। প্রায়শ্চিত্ত করেন জাহৌ। তাঁর ফ্রি-কিকে মাথা ছুঁইয়ে মুম্বইকে গোলের রাস্তায় আনেন ওগবেচে।
ম্যাচের ৩৮, ৪৩, ৪৪, ৪৭ এবং ৮৬ মিনিটে মুম্বইয়ের হয়ে বিপিন, ওগবেচে ও গোডার্ড ভাগাভাগি করে গোল করেন। এর মধ্যে ৩টি গোল করে হ্যটট্রিক করেন বিপিন। আইএসএল-এর এই মরশুমে প্রথম হ্যাটট্রিক।
মুম্বইয়ের স্বপক্ষে গোল ৬-এর জায়গায় ৭-ও হতে পারত, যদি ৮৩ মিনিটে জাহৌর পেনাল্টি কিক ওড়িশার গোলকিপার অর্শদীপ না বাঁচাতেন।
১৯ ম্যাচ থেকে ৩৭ পয়েন্ট সংগ্রহ করে মুম্বই রইল দ্বিতীয় স্থানে। সমসংখ্যক খেলায় ওড়িশার সংগ্রহ ১৯ পয়েন্ট।
আরও পড়ুন: স্টেডিয়ামে অদ্ভুত কিছু বিপত্তির পর অমদাবাদ টেস্টের প্রথম দিন চালকের আসনে ভারত
-
দেশ1 day ago
পশ্চিমবঙ্গে ৮ দফায় ভোট, কলকাতায় ভোট ২৬ ও ২৯ এপ্রিল
-
কলকাতা2 days ago
শুধু দড়ি বেঁধে ম্যানহোলের কাজ করতে নেমে কুঁদঘাটে মর্মান্তিক দুর্ঘটনা, মৃত ৪ শ্রমিক
-
প্রযুক্তি2 days ago
সোশ্যাল, ডিজিটাল মিডিয়া নিয়ন্ত্রণে কড়া পদক্ষেপ কেন্দ্রের
-
প্রযুক্তি2 days ago
আরবিআই-এর নতুন নির্দেশিকা, ঝক্কি বাড়বে ডেবিট, ক্রেডিট কার্ড লেনদেনে!