subhas khalid

ওয়েবডেস্ক: ইস্টবেঙ্গলে কী তাহলে সন্ধি হয়েই গেল খালিদ এবং সুভাষের! শনিবারের অনুশীলনে এমনটাই শোনা গেল টিডি সুভাষ ভৌমিকের কথায়। সুপার কাপ খেলতে যাওয়ার আগে এদিন লালহলুদ প্র্যাকটিস ম্যাচ খেললো অ্যাকাডেমির জুনিয়র খেলোয়াড়দের সঙ্গে। প্রথমার্ধে, প্রথম একাদশের খেলোয়াড়রা খেললেও গোলের মুখ খুলতে পারেনি। দ্বিতীয়ার্ধে রিজার্ভ বেঞ্চের খেলোয়াড়রা নামেন। গ্যাব্রিয়ালের করা একমাত্র গোলে জয় পায় ইস্টবেঙ্গল।

জয়ের থেকেও সবার নজর কিন্তু সেই সুভাষ, খালিদকে কেন্দ্র করেই। সাংবাদিক সম্মেলনে সুভাষ জানান, ” দলের খেলায় খুশি। ম্যাচে বেশি বল পজেশন থাকাটা খুবই জরুরি। আজ প্রায় ৯০ শতাংশ বল পজেশন ছিল। রক্ষণ সংগঠনও যথেষ্ট ভালো হয়েছে।  খালিদ, আমি দুজনেই দলের সাফল্য চাই। আমার বড়ো ছেলে বেঁচে থাকলে, খালিদের থেকে বয়সে একটু বড়ো হত।”

তবে এসবের মধ্যেও ক্লাব সুত্রে খবর, সন্তোষে বাংলার অন্যতম সেরা তারকা বিদ্যাসাগর সিংকে, সুপার কাপে দলের সঙ্গে নিয়ে যাচ্ছে লালহলুদ।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here