duo-2

ওয়েবডেস্ক: গত মরশুমে লাল-হলুদ জার্সিতে দেখা গিয়েছিল জাপানি খেলোয়াড় কাতসুমি উসাকে। চলতি মরশুমেও ইস্টবেঙ্গলেই খেলবেন এটাই ঠিক ছিল। তবে লালহলুদের নতুন স্পনসর কাতসুমিকে নেওয়ার পক্ষে ছিল না। এর মধ্যেই সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের শাস্তির জেরে ফুটবলার সই করাতে পারছে না ইস্টবেঙ্গল।

যার ফলে নতুন মরশুমে আইলিগের দল নেরোকা এফসিতে যোগ দিলেন কাতসুমি। অর্থাৎ দীর্ঘদিন কলকাতার দুই প্রধানে খেলার পর এবার রাজ্য বদল করতে হল জাপানি মিডিও-কে।

একইসঙ্গে গত মরশুমে কলকাতার দুই প্রধানে খেলেছিলন আনসুমনা ক্রোমা। এই মুহূর্তে কলকাতা লিগের সর্বোচ্চ গোলদাতা হওয়ার সুযোগ আছে তাঁর কাছে।

এখনও এক ম্যাচ বাকি তাঁর দল পিয়ারলেসের। সেই ক্রোমা আসন্ন আইলিগের জন্য আইজল এফসিতে যোগ দিলেন।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য দিন !
আপনার নাম লিখুন