league

ওয়েবডেস্ক: বিশ্বের দুই জনপ্রিয় ফুটবল লিগ ইংলিশ প্রিমিয়ার লিগ এবং স্প্যানিশ লা লিগা। অনেকের কাছে প্রথমটি সেরা হলে বাকিদের কাছে দ্বিতীয়টি। কিন্তু সবচেয়ে ধনী লিগ অবশ্য্ই প্রিমিয়ার লিগ। তবে চলতি মরশুমে রোনাল্ডো স্প্যানিশ লা লিগা ছেড়ে ইতালিতে পাড়ি দিয়েছেন। ফলে ব্রান্ডিং, প্রমোশনের দিক দিয়ে কিছুটা ক্ষতি যে হয়েছে লা লিগার তা না বললেও চলবে। তবে ইংলিশ লিগ টপকে বিশ্বের সের হতে বদ্ধপরিকর লা লিগা।

আরও পড়ুন: ‘কভি খুশি কভি গম’ থেকে ভারতের জাতীয় সংগীত শিখেছি: পাকিস্তান সমর্থক

আর যার জন্য সমর্থকদের কাছে নিজেদের আরও পৌঁছে দিতে উদ্যোগী তারা। ফলে চলতি মরশুমের আগামী জানুয়ারিতে হতে চলা লা লিগার গিরোনা বনাম বার্সেলোনা ম্যাচটি মার্কিন যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত করতে আগ্রহী কর্তৃপক্ষ।

তবে প্রথমত খেলোয়াড়দের ইউনিয়ন এবং সমর্থক গ্রুপেরা এর বিরুদ্ধে ছিল। তবে জানা যাচ্ছে এর জন্য গিরোনার সিজন সমর্থকদের ক্ষতি পূরণ দিয়ে দেওয়া হবে। যেহেতু এটি তাদের হোম ম্যাচ।

তবে লা লিগা কর্তৃপক্ষ এবং স্প্যানিশ ফুটবলার ইউনিয়নের মধ্যে কথাবার্তার পরেও শোনা যাচ্ছে ফুটবলাররা এখনও খুশি হননি।

তবে স্পেনের লিগকে উত্তর আমেরিকায় ছড়িয়ে দেওয়ার এই চেষ্টায় ফুটবলারদের ওপর যে যথেষ্ট চাপ পড়বে তাতে সন্দেহ নেই। তবে মালিকদের ব্যবসা বাড়াতে শ্রমিকদের চাপ তো নিতেই হবে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য দিন !
আপনার নাম লিখুন