কলকাতা: তুলকালাম হওয়া অঞ্জন মিত্র আমলের সেই বার্ষিক সাধারণ সভার সিদ্ধান্ত কার্যকর হতে চলেছে মোহনবাগানে। বৃহস্পতিবার অঞ্জন-গোষ্ঠীকে ভোটে হারিয়ে আসা গোষ্ঠীর কর্মসমিতির সভায় ক্লাবকে প্রাইভেট লিমিটেড থেকে পাবলিক লিমিটেড করার সিদ্ধান্তে সিলমোহর পড়তে চলেছে। পাশাপাশি এই সংক্রান্ত আইনি প্রক্রিয়াও শুরু হতে চলেছে। এই সিদ্ধান্ত কার্যকর হলে কলকাতা ময়দানে মোহনবাগানই হবে প্রথম ক্লাব যা পাবলিক লিমিটেড হবে।
পাশাপাশি এদিন সোসাইটি অফ রেজিস্ট্রেশন অ্যাক্টে ক্লাবকে নথিভুক্ত করার সিদ্ধান্তও নেওয়া হবে। এর ফলে ক্লাবের জার্সি, লোগো, রং- সবকিছুর পেটেন্ট ক্লাবের হাতেই থাকবে। ভবিষ্যতে নতুন কোনো স্পনসর বা বিনিয়োগকারী এলেও তাঁরা ক্লাবের জার্সি ইত্যাদি পালটাতে পারবেন না।
এদিনের সভায় স্পনসর নিয়ে আলোচনা হলেও সে বিষয়ে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হওয়ার সম্ভাবনা কম। তা হতে পারে ডার্বির পর। তবে সূত্রের খবর এটিকে-র সঙ্গে যুক্ত হওয়া বা আরপিজি গোষ্ঠীর সঙ্গে সম্পর্ক তৈরি হওয়ার সম্ভাবনা ক্ষীণ।
খবরের সব আপডেট পড়ুন খবর অনলাইনে। লাইক করুন আমাদের ফেসবুক পেজ। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল।