ওয়েবডেস্ক: বুধবার বার্সেলোনার হয়ে ৭০০তম ম্যাচে নেমেছিলেন ফুটবলের রাজপুত্র লিওনেল মেসি। সেই মাইলস্টোনের ম্যাচে অনন্য একটি রেকর্ড করলেন তিনি।
এ দিন ন্যু ক্যাম্পে চ্যাম্পিয়ন্স লিগে গ্রপ-এফ এর ম্যাচে বরুশিয়া ডর্টমুন্ডকে ৩-১ গোলে হারায় বার্সা। ম্যাচে একটি গোল করেন মেসি। সেই সঙ্গে ঢুকে গেলেন রেকর্ড বইয়ে।
এ দিনের এই গোলের মধ্যে দিয়ে মেসি চ্যাম্পিয়ন্স লিগে ৩৪টা ভিন্ন ভিন্ন দলের বিরুদ্ধে গোল করার নজির গড়লেন। এত সংখ্যক প্রতিপক্ষের বিরুদ্ধে গোল করার নজির কারও নেই।
এর ফলে মেসি টপকে গেলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো ও রাউল গঞ্জালেসকে। রোনাল্ডো এবং রাউল দু’জনেই ৩৩টি ভিন্ন ভিন্ন প্রতিপক্ষের বিরুদ্ধে গোল করেছেন চ্যাম্পিয়ন্স লিগে।
আরও পড়ুন ভারতীয় ট্যাক্সিচালকের সঙ্গে সময় কাটানোর অভিজ্ঞতা ভাগ করে নিলেন পাকিস্তানের ক্রিকেটার
উল্লেখ্য, ৭০০তম ম্যাচ খেললেও এখনও জাভির থেকে পেছনেই রয়েছেন মেসি। বার্সার হয়ে জাভি খেলেছেন ৭৬৭টি ম্যাচ।
খবরের সব আপডেট পড়ুন খবর অনলাইনে। লাইক করুন আমাদের ফেসবুক পেজ। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল।