ভারতীয় ফুটবলপ্রেমীদের জন্য দারুণ এক সুখবর। ২০২৫ সালে লিওনেল মেসির নেতৃত্বাধীন আর্জেন্টিনা ফুটবল দল ভারতের প্রীতি ম্যাচ খেলতে আসছেন। কেরলের ক্রীড়া মন্ত্রী ভি আবদুরাহিমান ফেসবুকে এই ঘোষণা করেছেন। তিনি জানিয়েছেন, ইন্টার মায়ামি ফরোয়ার্ড মেসি আর্জেন্টিনার পূর্ণশক্তির জাতীয় দলের অংশ হিসেবে মাঠে নামবেন।
মন্ত্রী বলেন, “মেসি থাকবেন, তাঁর সঙ্গে থাকবে আর্জেন্টিনার পূর্ণশক্তির দল। কেরল স্পোর্টস ফাউন্ডেশনের ফুটবল আন্দোলন এবং কেরল সরকারের সম্পূর্ণ সহযোগিতার ফলে এটি বাস্তবে রূপ নিয়েছে। নিরাপত্তা সহ দলের সফরের প্রতিটি দিক সরকারের তত্ত্বাবধানে থাকবে।”
তিনি আরও জানান, পরের মাসে কেরল এবং আর্জেন্টিনার কর্মকর্তারা এক যৌথ সাংবাদিক বৈঠকে এই সফরের বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা করবেন। এছাড়া, ফিফার কর্মকর্তারা কোচির ভেন্যু পরিদর্শন করে ম্যাচ আয়োজন ও নিরাপত্তা ব্যবস্থা পর্যালোচনা করবেন।
বলে রাখা ভালো, ২০২৩ সালে প্যারিস সেন্ট-জার্মেইন (পিএসজি) ছেড়ে মেজর লিগ সকার (এমএলএস)-এর ইন্টার মায়ামি দলে যোগ দেন মেসি। তাঁর এই ক্লাব পরিবর্তন শুধু উত্তর আমেরিকা নয়, ভারতের ফুটবলপ্রেমীদের মধ্যেও উত্তেজনা তৈরি করে। কেরলের ফুটবলপ্রেমীরা গভীর রাতে জেগে মেসির ম্যাচ দেখেন এবং তাঁর পারফরম্যান্স নিয়ে আলোচনায় মেতে থাকেন।
মেসি শুধু বিশ্ব ফুটবলের কিংবদন্তি নন, কেরলের ফুটবল সংস্কৃতিরও একটি বিশাল অংশ হয়ে উঠেছেন। এখানে তাঁর ভক্তরা ক্লাব ও গোষ্ঠী তৈরি করে মেসির সাফল্য উদযাপন করেন। কেরলের ফুটবল ঐতিহ্য এবং মেসির প্রতি মানুষের আবেগ আগামী সফরকে ঘিরে বাড়তি উত্তেজনা তৈরি করেছে।
ওয়াকিবহাল মহলের মতে, এই সফর শুধু কেরলের নয়, গোটা ভারতের ফুটবল সংস্কৃতিতে এক মাইলফলক হিসেবে বিবেচিত হবে। ফুটবলপ্রেমীরা অধীর আগ্রহে মেসিকে সরাসরি দেখার অপেক্ষায় রয়েছেন।