Homeখেলাধুলোফুটবল২০২৫ সালে ভারতে আসছে আর্জেন্টিনা ফুটবল টিম, নেতৃত্বে লিওনেল মেসি

২০২৫ সালে ভারতে আসছে আর্জেন্টিনা ফুটবল টিম, নেতৃত্বে লিওনেল মেসি

প্রকাশিত

ভারতীয় ফুটবলপ্রেমীদের জন্য দারুণ এক সুখবর। ২০২৫ সালে লিওনেল মেসির নেতৃত্বাধীন আর্জেন্টিনা ফুটবল দল ভারতের প্রীতি ম্যাচ খেলতে আসছেন। কেরলের ক্রীড়া মন্ত্রী ভি আবদুরাহিমান ফেসবুকে এই ঘোষণা করেছেন। তিনি জানিয়েছেন, ইন্টার মায়ামি ফরোয়ার্ড মেসি আর্জেন্টিনার পূর্ণশক্তির জাতীয় দলের অংশ হিসেবে মাঠে নামবেন।

মন্ত্রী বলেন, “মেসি থাকবেন, তাঁর সঙ্গে থাকবে আর্জেন্টিনার পূর্ণশক্তির দল। কেরল স্পোর্টস ফাউন্ডেশনের ফুটবল আন্দোলন এবং কেরল সরকারের সম্পূর্ণ সহযোগিতার ফলে এটি বাস্তবে রূপ নিয়েছে। নিরাপত্তা সহ দলের সফরের প্রতিটি দিক সরকারের তত্ত্বাবধানে থাকবে।”

তিনি আরও জানান, পরের মাসে কেরল এবং আর্জেন্টিনার কর্মকর্তারা এক যৌথ সাংবাদিক বৈঠকে এই সফরের বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা করবেন। এছাড়া, ফিফার কর্মকর্তারা কোচির ভেন্যু পরিদর্শন করে ম্যাচ আয়োজন ও নিরাপত্তা ব্যবস্থা পর্যালোচনা করবেন।

বলে রাখা ভালো, ২০২৩ সালে প্যারিস সেন্ট-জার্মেইন (পিএসজি) ছেড়ে মেজর লিগ সকার (এমএলএস)-এর ইন্টার মায়ামি দলে যোগ দেন মেসি। তাঁর এই ক্লাব পরিবর্তন শুধু উত্তর আমেরিকা নয়, ভারতের ফুটবলপ্রেমীদের মধ্যেও উত্তেজনা তৈরি করে। কেরলের ফুটবলপ্রেমীরা গভীর রাতে জেগে মেসির ম্যাচ দেখেন এবং তাঁর পারফরম্যান্স নিয়ে আলোচনায় মেতে থাকেন।

মেসি শুধু বিশ্ব ফুটবলের কিংবদন্তি নন, কেরলের ফুটবল সংস্কৃতিরও একটি বিশাল অংশ হয়ে উঠেছেন। এখানে তাঁর ভক্তরা ক্লাব ও গোষ্ঠী তৈরি করে মেসির সাফল্য উদযাপন করেন। কেরলের ফুটবল ঐতিহ্য এবং মেসির প্রতি মানুষের আবেগ আগামী সফরকে ঘিরে বাড়তি উত্তেজনা তৈরি করেছে।

ওয়াকিবহাল মহলের মতে, এই সফর শুধু কেরলের নয়, গোটা ভারতের ফুটবল সংস্কৃতিতে এক মাইলফলক হিসেবে বিবেচিত হবে। ফুটবলপ্রেমীরা অধীর আগ্রহে মেসিকে সরাসরি দেখার অপেক্ষায় রয়েছেন।

সাম্প্রতিকতম

সুভাষচন্দ্র বসু জন্মজয়ন্তী ২০২৫: ইতিহাস এবং তাৎপর্য

প্রতিবছর ২৩ জানুয়ারি নেতাজি সুভাষচন্দ্র বসু জন্মজয়ন্তী উদযাপিত হয়। ২০২৫ সালে, এই দিনটি বৃহস্পতিবার...

বাঘাযতীনে হেলে পড়ল ফ্ল্যাটবাড়ি, কোনও বাসিন্দা না থাকায় এড়ানো গিয়েছে দুর্ঘটনা

দক্ষিণ কলকাতার বাঘাযতীনের বিদ্যাসাগর কলোনিতে চারতলা ফ্ল্যাটবাড়ি হেলে পড়ার ঘটনায় আতঙ্ক। তবে বাসিন্দারা আগেই সরিয়ে নেওয়ায় বড় দুর্ঘটনা এড়ানো গিয়েছে। প্রশাসন তদন্তে নেমেছে।

মালদহে ফের তৃণমূল নেতার উপর হামলা, এক কর্মীর মৃত্যু, অঞ্চল সভাপতির অবস্থা আশঙ্কাজনক

মালদহের কালিয়াচকে তৃণমূল নেতার উপর গুলি চালানোর ঘটনা। এক কর্মীর মৃত্যু, অঞ্চল সভাপতির অবস্থা আশঙ্কাজনক। গোষ্ঠীদ্বন্দ্বের অভিযোগ।

লস অ্যাঞ্জেলেস দাবানল: তীব্র হাওয়ার কারণে আরও ছড়াতে পারে আগুন, সতর্কতা আবহাওয়া দফতরের

লস অ্যাঞ্জেলেসের দাবানলে মৃতের সংখ্যা বেড়ে ২৪। ৪০,০০০ একর এলাকা পুড়ে ছাই। ৭০ মাইল প্রতি ঘণ্টার ঝোড়ো হাওয়া পরিস্থিতি আরও খারাপ করার আশঙ্কা।

আরও পড়ুন

আইএসএল ২০২৪-২৫: দু’ গোলে পিছিয়ে পড়ে ম্যাচে ফিরেও মুম্বইয়ের কাছে হারল ইস্টবেঙ্গল

মুম্বই সিটি এফসি: ৩ (লালিয়ানজুয়ালা ছাংতে, নিকোস কারেলিস ২) ইস্টবেঙ্গল এফসি: ২ (সহিল পানোয়ার আত্মঘাতী,...

আইএসএল ২০২৪-২৫: ডার্বির আগে হায়দরাবাদকে হারিয়ে ঘরের মাঠে জয়ের হ্যাটট্রিক মোহনবাগানের  

মোহনবাগান সুপার জায়ান্ট: ৩ (স্টেফান স্যাপিচ আত্মঘাতী, টম অলড্রেড, জেসন কামিংস) হায়দরাবাদ এফসি: ০ কলকাতা:...
কেন লক্ষ্মীর পাঁচালি পাঠ করা হয় রতন টাটার সেরা উক্তি যা আপনাকে অনুপ্রাণিত করবে