mes1021

ওয়েবডেস্ক: গত মরশুমে বার্সেলোনাকে লা লিগা এবং কোপা দেল রে চ্যাম্পিয়ন করিয়েছিলেন লিওনেল মেসি। একইসঙ্গে লা লিগার সর্বোচ্চ গোলদাতাও। এমনকি অধিনায়ক হিসাবে নতুন মরশুমের শুরুতেই বার্সেলোনাকে ট্রফি এনে দিয়েছেন লিওনেল মেসি। কিন্তু সেই মেসিরই স্থান হল না উয়েফার ২০১৭/১৮ ক্রীড়াবর্ষের সেরা তিন খেলোয়াড়ের জায়গায়। ইউরোপিয়ান ফুটবলের সর্বময় সংস্থা সোমবারই প্রকাশ করল সেরা দশ খেলোয়াড়ের তালিকা।

প্রথম দশ জনের মেসি থাকলেও, তাঁর স্থান কিন্তু পঞ্চম। প্রথম তিনে যথাক্রমে রয়েছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো, ক্রোয়েশিয়ার তারকা লুকা মদরিচ এবং গত মরশুমে ক্লাব ফুটবলে অনবদ্য পারফরমেন্স করা মিশরের মহাম্মদ সালাহ।

 

আগামী ৩০ অগস্ট জানা যাবে কে ইউরোপের বর্ষসেরা খেলোয়াড়ের তকমা পেলেন। সেই দিনই নতুন মরশুমের চ্যাম্পিয়ন্স লিগের সূচিও ঘোষণা করবে উয়েফা।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য দিন !
আপনার নাম লিখুন