প্রায় একমাস ধরে চলল ফুটবলের বিশ্বযুদ্ধ। রবিবার কাতারের লুসাইল স্টেডিয়ামে ফাইনাল ম্যাচে ঘোষিত হল সমাপ্তি। বিশ্বকাপের ইতিহাসের সবচেয়ে রোমাঞ্চকর ফাইনালে ফ্রান্সকে হারিয়ে ট্রফি জিতে নিল আর্জেন্তিনা।
১৯৮৬ সালের পর থেকে ৩৬ বছর পর নিজেদের তৃতীয় বিশ্বকাপ জিতল আর্জেন্তিনা। এর আগের বার তারা কাপ ঘরে তুলেছিল দিয়াগো মারাদোনার নেতৃত্ব। আর এ বার লিওনেল মেসি। অন্য দিকে, ২০১৮ সালে চ্যাম্পিয়ন হওয়ার পর এ বার রানার্স আপ ফ্রান্স। ফাইনালে কিলিয়ান এমবাপে হ্যাটট্রিক করার পরেও এক ধাপ আগেই থামতে হল ফরাসিদের।
টুর্নামেন্টের চূড়ান্ত ম্যাচে নজরে ছিল মূল চারটি পুরস্কারের দিকে। যে চারটি পুরস্কারের জন্য লড়াই চলছিল একেবারে শেষ মুহূর্ত পর্যন্ত।
ফিফা বিশ্বকাপ কাতার ২০২২-এর বিজয়ীদের তালিকা
কিলিয়ান এমবাপে: গোল্ডেন বুট (৮টি গোল)
লিওনেল মেসি: গোল্ডেন বল (সেরা খেলোয়াড়, ৭টি গোল এবং ৩টি অ্যাসিস্ট)
এমি মার্তিনেজ: গোল্ডেন গ্লাভ (সেরা গোলকিপার)
এনজো ফার্নান্দেজ: উদীয়মান খেলোয়াড়
২০১৪ সালের বিশ্বকাপে জার্মানির কাছে ফাইনালে হেরে যায় আর্জেন্তিনা। তবে সেবারও মেসি গোল্ডেন বল পুরষ্কার জেতার। তিনিই প্রথম খেলোয়াড়, যিনি দু’টি গোল্ডেন বলের মালিক হলেন।
এ বারের বিশ্বকাপে ৭ সবচেয়ে বেশি গোলদাতা
১. কিলিয়ান এমবাপে- ৮
২. লিওনেল মেসি- ৭
৩. জুলিয়ান অ্যালভারেজ- ৪
৪. ওলিভার জিহু- ৪
৫. অ্যালভারো মোরাতা- ৩
৬. বুকায়ো সাকা -৩
৭. কোডি গ্যাকপো- ৩
এ বারের বিশ্বকাপের ফাইনালে হ্যাটট্রিক করলেন এমবাপে। বিশ্বকাপের ইতিহাসে তিনিই দ্বিতীয় কোনো খেলোয়াড় যিনি ফাইনালে হ্যাটট্রিক করলেন। এর আগে ১৯৬৬ বিশ্বকাপে হ্যাটট্রিক করেছিলেন ইংল্যান্ডের জিওফ হার্স্ট।
আরও পড়ুন: বিশ্বকাপ ২০২২ ফাইনাল: ৩৬ বছর পর বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্তিনা! টাইব্রেকারে ফ্রান্সকে ফেরালেন মেসিরা
খবরের সব আপডেট পড়ুন খবর অনলাইনে। লাইক করুন আমাদের ফেসবুক পেজ। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল।