ওয়েবডেস্ক: শেষ হওয়া ফুটবল মরশুমে ফরাসি লিগে কিলিয়ান এমবাপের পর দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতা হয়েছেন লিলেঁর নিকোলাস পেপে। তাঁর দুরন্ত পারফরমেন্সের জন্য বহু বড়ো দল তাঁকে দলে পেতে চাইছে। যাঁদের মধ্যে অন্যতম ইংলিশ ফুটবলের দুই চিরপ্রতিদ্বন্দ্বী লিভারপুল ও ম্যানচেস্টার ইউনাইটেডও।
ইউরোপের সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী, পেপের সঙ্গে ইতিমধ্যেই যোগাযোগ শুরু করে দিয়েছে ইপিএলে রানার্স হওয়া লিভারপুল।

লিভারপুল কথাবার্তা চালাচ্ছে পেপের নিজের ইচ্ছা আছে কি না লিভারপুলের যোগ দেওয়ার এবং তাঁকে নিতে গেলে কত খরচ পড়তে পারে, সে সব বিষযেই। অন্য দিকে রিপোর্ট অনুযায়ী, তাঁর বর্তমান দল লিলঁ চাইছে লিভারপুল তাদের কাছে পেপের জন্য দর রাখুক।
জানা গিয়েছে, ম্যানচেস্টার ইউনাইটেডের সঙ্গেও কথাবার্তা হয়েছে নিকোলাস পেপে ও তাঁর ক্লাবের। সেই দিক দিয়ে পেপের জন্য ৮ কোটি পাউন্ড চায় লিলঁ।
খবরের সব আপডেট পড়ুন খবর অনলাইনে। লাইক করুন আমাদের ফেসবুক পেজ। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল।