liverpool

ওয়েবডেস্ক: ২০১৮ সালে লিভারপুল ছেড়ে বার্সেলোনায় যোগ দেন ব্রাজিলিয়ান তারকা ফুটবলার ফিলিপ কুটিনহো। নতুন ক্লাবে শুরুটা ভালোই করেছিলেন তিনি। কিন্তু ধীরে ধীরে চোটের কারণ এবং ধারাবাহিকতার অভাবে দল থেকে বাদ পড়েন তিনি।

বর্তমানে বার্সেলোনায় তেমন নজর কাড়তে পারছেন না তিনি। তবে সদ্য শুরু হওয়া কোপা আমেরিকায় প্রথম ম্যাচে দেশের জার্সিতে জোড়া গোল করেছেন। শোনা যাচ্ছিল ফের একবার পুরনো ক্লাবে ফিরে যেতে পারেন তিনি। কিন্তু মারকার রিপোর্ট অনুযায়ী, লিভারপুল কোচ য়ুরগেন ক্লপ তাঁকে দলে চাইছেন না, সেই জায়গায় অন্য কোনো ব্রাজিলিয়ানকে নিতে আগ্রহী তিনি।

coutinho

অন্যদিকে লিভারপুল ছেড়ে দিতে পারে সালাহকে। তাদের টার্গেটে রয়েছে লিলঁয়ের নিকোলাস পেপে। যিনি ফরাসি লিগে দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতা হয়েছেন। তাঁকে যদি দলে নেওয়া যায় তাহলেই সালাহকে ছাড়তে পারে লিভারপুল। অন্যদিকে কোচ ক্লপের সঙ্গেও সম্পর্ক খুব একটা ভালো নয় সালাহ-র।

একটি উত্তর ত্যাগ

Please enter your comment!
Please enter your name here