ওয়েবডেস্ক: নতুন মরশুমে নিজেদের ফিরে পেতে মরিয়া রেয়াল মাদ্রিদ। ফলে এখন থেকেই দলগঠনে নেমে পড়েছেন কোচ জিনেদিন জিদান। শোনা যাচ্ছিল লিভারপুলের সালাহ এবং মানেকে দলে নিতে চায় রেয়াল মাদ্রিদ।
তবে এবার উল্টো খবরও পাওয়া যাচ্ছে। স্পেনে সংবাদ মাধ্যমে খবর অনুযায়ী, রেয়ালের তারকা খেলোয়াড় ইস্কোকে দলে চায় লিভারপুল।

স্পেনের জাতীয় দলের খেলোয়াড়ের জন্য ১০ কোটি পাউন্ডের দর রাখতে চলেছে ইপিএল রানার্স লিভারপুল। তবে এই পরিপ্রেক্ষিতে নিজেদের বক্তব্য এখনও কিছু জানায়নি রেয়াল।
উল্লেখ্য, চলতি মরশুমে ইস্কোর ওপর অনেক আশা ছিল রেয়ালের, কিন্তু তেমন দাগ কাটতে পারেননি তিনি।
খবরের সব আপডেট পড়ুন খবর অনলাইনে। লাইক করুন আমাদের ফেসবুক পেজ। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল।