ওয়েবডেস্ক: চারদিকে জোর গুজব। সালাহের সঙ্গী খুঁজছে লিভারপুল। বেছেও নিয়েছে তাঁরা। তাঁর জন্য ১০০ মিলিয়ন ইউরো খরচ করতেও প্রস্তুত। জানুয়ারিতে মধ্য-মরশুমের দলবদলেই তাঁকে সই করাবে রেডস। কিন্তু কে তিনি?
আর কেউ নন, তিনি ফ্রান্স জাতীয় দল ও মেসির ক্লাবের নির্ভরযোগ্য ফরওয়ার্ড ওউসমান দেম্বেলে। এই খবর দিয়েছে ‘দ্য সান’ পত্রিকা। যদিও নানা করাণে এই পত্রিকাকে মোটেই বিশ্বাস করেন না লিভারপুল সমর্থকরা। কিন্তু এত বড়ো এই গুজব, যে নড়েচড়ে বসতে হচ্ছে সকলকেই। লিভাপুলের ম্যানেজার য়ুরগেন ক্লপ অবশ্য জল্পনা উড়িয়ে দিয়েছেন। তাঁর মতে, লিভারপুলের বর্তমনা দল যথেষ্ট শক্তিশালী। তাঁদের আর অন্য কোনো ফরওয়ার্ডের প্রয়োজন নেই।
কিন্তু তাতেও গুজব থামছে কই?