ইপিএলে সাপলুডোর খেলায় সিটিকে সরিয়ে ফের একবার লিগ শীর্ষে লিভারপুল

শুক্রবার গভীর রাতে ঘরের মাঠে নেমেছিল লিবভারপুল। লিগে ইতিমধ্যেই অনবমন হয়ে যাওয়া হাডার্সফিল্ডকে হারিয়ে, প্রথম স্থানে সিটিকে সরিয়ে ফের একবার সেই জায়গা দখল করল লিভারপুল। খেতাবি লড়াই রীতিমতো জমে উঠেছে। নিত্যদিন সাপ-লুডোর খেলা চলছে।

0
liverpool

ওয়েবডেস্ক: চলতি সপ্তাহে ম্যানচেষ্টার ডার্বিতে চিরপ্রতিদ্বন্দ্বী ম্যানইউকে হারিয়ে ইপিএল খেতাবি লড়াইয়ে ফের একবার শীর্ষ স্থান দখল করে পেপ গুয়ারদিওলার ম্যানসিটি। শুক্রবার গভীর রাতে ঘরের মাঠে নেমেছিল লিভারপুল। লিগে ইতিমধ্যেই অনবমন হয়ে যাওয়া হাডার্সফিল্ডকে হারিয়ে, প্রথম স্থানে সিটিকে সরিয়ে ফের একবার সেই জায়গা দখল করল লিভারপুল। খেতাবি লড়াই রীতিমতো জমে উঠেছে। নিত্যদিন সাপ-লুডোর খেলা চলছে।

ঘরের মাঠে সারা ম্যাচ দাপিয়ে খেলল লিভারপুল। বিপক্ষকে গোলের মালা পরাল তারা। মোট পাঁচ গোল। ম্যাচের শুরুতেই প্রথম গোল কেইতার। বাকিগুলি জোড়া গোল করলেন দুই তারকা ফুটবলার সাদিও মানে এবং মহম্মদ সালাহর।

এই ম্যাচের পর ৩৬ ম্যাচে ৯১ পয়েন্ট নিয়ে শীর্ষে লিভারপুল। দ্বিতীয় স্থানে ম্যানসিটি দাঁড়িয়ে ৩৫ ম্যাচে ৮৯ পয়েন্ট।

পরিস্থিতি যা তাতে লিভারপুল যদি তাদের বাকি দুটি ম্যাচ জিতেও যায়, তাহলে তাকিয়ে থাকতে হবে ম্যানসিটির ওপর। কেন না গতবারের চ্যাম্পিয়ন ম্যানসিটির বাকি তিনটি ম্যাচ, ফলে তারা যদি তিনটি ম্যাচ সরাসরি জিতে যায়, তাহলে ফের চ্যাম্পিয়ন হয়ে যাবে গুয়ারদিওলা ছেলেরা।

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.