jesusgabriel-city

ওয়েবডেস্ক: রবিবারই শেষ হল চলতি মরশুমের ইংলিশ প্রিমিয়ার লিগ। শেষ রাউন্ডের ম্যাচের আগেই চ্যাম্পিয়ন হয়ে গিয়েছিল ম্যাঞ্চেস্টার সিটি। মরশুমে প্রথম থেকেই নিজেদের জাত চিনিয়েছে পেপ গুয়ারদিওলার ছেলেরা। যার রেশ শেষ রাউন্ড পর্যন্ত দেখা গেল। চ্যাম্পিয়ন হয়ে গিয়েও শেষ ম্যাচে জয় ছাড়া আর কিছুই ভাবছিল না সিলভা, ডি ব্রুইনরা ।

এ দিন জয় পেয়ে প্রথম দল হিসাবে ইপিএলে এক মরশুমে একশো পয়েন্ট অর্জন করল তারা। অবশ্য তার জন্য কিন্তু দ্বিতীয়ার্ধের অতিরিক্ত সময় পর্যন্ত অপেক্ষা করতে হল অ্যাগুয়েরোদের। এক সময় মনে হচ্ছিল অ্যাওয়ে ম্যাচে সাউদাম্পটনের বিরুদ্ধে সিটির পক্ষে এই রেকর্ড করা সম্ভব নয়। তবে তারা যে এই মরশুমে বাকি দলগুলির থেকে একটু আলাদা তা ফের প্রমাণিত হল।

অতিরিক্ত সময়ের চতুর্থ মিনিটে নিজের একক দক্ষতায় সিটির হয়ে জয়সুচক গোলটি করেন ব্রাজিলিয়ান গ্যাব্রিয়াল জেসুস। ফলে শেষ ম্যাচে ১-০ গোলে জিতল গুয়ারদিওলার ছেলেরা।

এই জয়ের ফলে মোট ৩৮ ম্যাচের মধ্যে ৩২টি জয় এবং চারটিতে ড্র করল ম্যাঞ্চেস্টার সিটি।

শুধু তা-ই নয়, প্রথম দল হিসাবে এক মরশুমে লিগে একশো গোলের রেকর্ডও করেছে সিটি। শেষ রাউন্ডের ম্যাচ মিলিয়ে যার সংখ্যা দাঁড়াল ১০৬।

 

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here