mancity

ওয়েবডেস্ক: কাপ ফুটবলে তুলনায় ছোট বা কম শক্তিশালী দলগুলি বরাবরই লড়াই দেয়। তবে বুধবার গভীর রাতে কারাবাও কাপের দ্বিতীয় সেমিফাইনালের প্রথম লেগে তার কিছুই করতে পারল না বারটন। প্রথম লেগে অ্যাওয়ে ম্যাচে ইংলিশ চ্যাম্পিয়ন ম্যান সিটির কাছে বিধ্বস্ত হল তারা। ৯ গোল হজম করল তারা। ফলে দ্বিতীয় লিগের ম্যাচ এখন শুধুই নিয়মরক্ষার হতে চলেছে।

গতবারের চ্যাম্পিয়ন সিটি নিজেদের কাপ ধরে রাখতে মরিয়া। আগুয়েরো, দাভিদ সিলভারা না থাকলেও, এ দিন সিটি দলে ছিলেন সানে, জেসুসরা। চোট সারিয়ে দলে ফিরলেন বেলজিয়াম বিশ্বকাপার ডি ব্রুইনও। ম্যাচে হ্যাটট্রিক-সহ চার গোল করেন ব্রাজিলিয়ান জেসুস। গোল পান ডি ব্রুইন, মাহরেজ, ওয়াকাররাও। ম্যাচে গোল পেয়ে নজর কাড়লেন ভারতে হয়ে যাওয়া অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপের চ্যাম্পিয়ন ইংল্যান্ড দলের সদস্য ফিল ফোডেন।

একটি উত্তর ত্যাগ

Please enter your comment!
Please enter your name here